।। প্রথম কলকাতা ।।
Benefits Of Beer: বিয়ার খাওয়ার জিনিস নিয়ে ত্বক চুল পরিচর্যা নতুন নয়, কিন্তু তা বলে বিয়ার? বিয়ার গায়ে মাখলে কি হবে জানেন? সিলকি চুল আর উজ্জ্বল ত্বক কার না ভালো লাগে বলুন তো? কিন্তু দামি দামি প্রোডাক্ট কেনা হয়ে ওঠে না। বাড়িতে বিয়ার থাকলে জাস্ট একটুখানি ব্যবহার করে দেখতে পারেন। চুল হবে নরম মোলায়েম, ত্বক হবে ঝলমলে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চুল দেখভালের জন্য পার্লারের পিছনে অনেকটা টাকা খরচ হয়ে যায়। অথচ চুলের যত্ন নেওয়াটা মাস্ট। প্রতিদিনের ধুলোবালি আর দূষণের জেরে চুল নিজস্ব উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এই ক্ষতিপূরণ করতে পারে বিয়ার। এতে রয়েছে ভিটামিন বি। যা অনায়াসে চুল এবং মাথার ত্বকে পুষ্টি যোগায়। গোড়া থেকে চুল মুজবুত করে। তবে জেনে রাখা ভালো, অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। চিকিৎসকরা বারংবার অ্যালকোহল পানের ক্ষেত্রে সতর্ক করেন। তবে অল্প পরিমাণে অ্যালকোহল আপনার চুলকে সুন্দর করে তুলতে পারে। যদিও ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে।
বাড়িতে যদি বিয়ারের বোতল থাকে তাহলে কিন্তু দামি কন্ডিশনার দরকার নেই। এটা প্রাকৃতিক ভাবে হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। এক কথায়, বিয়ার দুর্দান্ত একটা হেয়ার টনিক। চুলের ফলিকলকে পুষ্টি যোগায় আর চুল পড়া রোধ করে।
অতিরিক্ত সূর্যের আলো, দূষণ, ভুল খাদ্যাভ্যাস, দিনের পর দিন ধূমপান আর অস্বাস্থ্যকর জীবন যাপনের কারণে ত্বকে খুব সহজেই বলি রেখা পড়ে। শারীরিক বয়সের থেকে ত্বকের বয়স বেড়ে যায় অনেকটা। এখানেই দুর্দান্ত কাজ করবে বিয়ার, এতে রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। এই ধরুন পলিফেনল, মেলানয়েডিন। যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বকে এবং চুলে বিয়ার ব্যবহারের বেশ কয়েকটি নিয়ম রয়েছে। যদি ব্রণ কিংবা ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ডিমের একটা সাদা অংশ, এক টেবিল চামচ বিয়ার, আর কয়েক ফোঁটা আমন্ড তেল দিয়ে মিশ্রণ তৈরি করে মুখে আর ঘাড়ে ব্যবহার করুন। কিছুক্ষণ পর মিশ্রণটা শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে ফেলবেন। দুর্বল আর ক্ষতিগ্রস্ত নখের জন্য বিয়ারে থাকা সিলিকন বেশ কাজের। প্রথমে এক টেবিল চামচ বিয়ার, একটা টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার আর গরম অলিভ অয়েলের একটা মিশ্রণ তৈরি করবেন। তাতে অন্তত ১৫ থেকে ২০ মিনিট নখ ডুবিয়ে রাখলে উপকার পাবেন। ঝলমলে, মসৃণ, নরম চুল পেতে শ্যাম্পুর পর অল্প সামান্য বিয়ার চুলের গোড়ায় ভালোভাবে মাসাজ করতে পারেন। ৫ মিনিট রাখার পর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবেন। কিংবা শ্যাম্পু করার আগে এক কাপ জল, এক কাপ বিয়ার আর ২ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার ভালোভাবে মিশিয়ে চুল ধুতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম