।। প্রথম কলকাতা ।।
Zahara Mitu: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিনোদন জগতের উন্মাদনা তুঙ্গে। খেলার কারণে ইন্ডাস্ট্রি ভাগ হয়ে গিয়েছে। কেউ পর্তুগাল, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। এমনকি এই খেলাকে নিয়ে নিজের নিজের মতামত জানাচ্ছেন ঢাকাই ইন্ডাস্ট্রির তারকারা। এবারের বিশ্বকাপে সবকিছু কেমন উল্টে-পাল্টে গেছে। সবার আশা-ভরসা ভেঙে গিয়েছে। সেমিফাইনালে যেতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দল। রোনাল্ডোও হয়তো ভাবতে পারেনি, হারতে হবে মরক্কোর কাছে। কিন্তু এবার পর্তুগালের বিদায়ে কোচ ফার্নান্দো সান্তোসকে দায়ী করছেন অনেকে। যেখানে নাম রয়েছে ঢালিউডের উঠতি নায়িকা জাহারা মিতুরও।
প্রসঙ্গত, মরক্কোর কাছে পর্তুগালের হেরে যাওয়া অনেকের কাছেই অবিশ্বাস্য। তাঁদের ধারণা, কোচের জেদের কারণে রোনাল্ডোর মত খেলোয়াড়কে বসিয়ে রেখেছেন সাইড বেঞ্চে। যদি সেদিন প্রথম থেকে রোনাল্ডো খেলত, তাহলে ম্যাচের ফলাফল অন্য হত। বিশ্বকাপের ফাইনালে নিজের প্রিয় দলকে ট্রফি হাতে দেখার ইচ্ছে কার না থাকে! আর সেখানে পর্তুগালকে দেখতে পাবেনা ভেবে, মন খারাপ ফুটবলপ্রেমীদের। নায়িকা জাহারা পর্তুগালের বিদায়ে ফেসবুক টাইমলাইনে ক্ষোভ উগড়ে দেন। তিনি লেখেন, ‘ইগো মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, তার আরেক উদাহরণ আজকের ম্যাচ। একজন কোচের কাছে দেশের চাইতে বড় হল তাঁর ইগো!’
পাশাপাশি তিনি রোনাল্ডোর প্রশংসাই করেছেন। লেখেন, ‘পর্তুগালকে বিশ্ব দরবারে চিনিয়েছেন এই সিআরসেভেন। আমরা তো পর্তুগালের খেলার ভক্ত নই, আমরা রোনাল্ডোর ভক্ত। অথচ রোনাল্ডোর আজকের এই কান্না শুধু বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কান্না নয়, এই কান্নায় ছিল অপমান’। দল ফাইনালে না গেলে রীতিমতো কাঁদতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। পোস্টে সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ম্যাচের প্রসঙ্গ টেনে মিতু লেখেন, ‘যদি দেশের দরকার না হতো, হয়তো রোনাল্ডো সাইড বেঞ্চে বসে না থেকে সেদিনই দল থেকে বের হয়ে যেত’। তাঁর কথায়, ‘কখন আমরা রাগের বসে নিজেদের কত বড় ক্ষতি করি, নিজেরাই বুঝতে পারি না। তুমি সেরাই থাকবে রোনাল্ডো। আমরা তোমাকেই ভালোবাসব’। ঢাকাই অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই। পোস্টে ম্যাচ হারার জন্য পর্তুগালের কোচকে দায়ী করার পাশাপাশি রোনাল্ডোকে সবদিক থেকে সমর্থন জানিয়েছেন নায়িকা। এমনকি তাঁর প্রত্যেকটি কথাকে সমর্থন জানিয়েছেন নেটপাড়া। কারোর কথায়, ‘CR7 আবেগের নাম’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম