।। প্রথম কলকাতা ।।
Dream astrology: আমরা অবচেতন মনে যা চাই তাই কি ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে দেখা দেয়? সুখ স্বপ্ন মনকে প্রশান্ত করে। খারাপ স্বপ্ন উৎকন্ঠা বাড়ায়। সে যাই হোক ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন কেউ বোধহয় নেই! শিশু বৃদ্ধ স্বপ্ন ভিড় করে সবার ঘুমেই। আমাদের অবচেতনের ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছারই প্রতিফলন এই স্বপ্ন।
কথায় বলে, ভোরের স্বপ্ন মিথ্যা হয় না। জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি স্বপ্নই বিশেষ অর্থ বহণ করে। সেই স্বপ্নের বিশেষ ফল আমরা পাই। এমন কিছু স্বপ্ন রয়েছে যা কখনওই অন্য কাউকে বলতে নেই। যদি বলা হয় তা হলে সেই স্বপ্নের যে বিশেষ শুভ ফল রয়েছে তা নষ্ট হয়ে যায়। শাস্ত্র মতে, নৌকায় নদী পার হওয়ার স্বপ্ন দেখা বিদেশ যাত্রার লক্ষণ। স্বপ্নে সাঁতার কাটা সৌভাগ্যের বার্তা নিয়ে আসে। সূর্যোদয়ের স্বপ্ন দেখা শুভ। কুকুরের সঙ্গে খেলার স্বপ্ন দেখলে তা ব্যবসায়ে লাভের লক্ষণ। এখন দেখে নেওয়া যাক, ভোরের কোন পাঁচ ধরণের স্বপ্ন বিশেষ ভাবে সৌভাগ্য ডেকে আনে-
এক. স্বপ্নে যদি সবুজ ধানের খেত বা সবুজ মাঠ দেখতে পাওয়া যায় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্নে ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতি ঘটিয়ে থাকে। এ ছাড়া এই ধরনের স্বপ্ন দেখলে বাড়িতে খুশির খবর আসতে চলেছে এবং খুব ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে বলেও ধরে নিতে পারেন।
দুই. স্বপ্নে প্রবাহিত নদী দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্ন দেখলে ধন প্রাপ্তি ঘটে। চেষ্টা করবেন এই ধরনের স্বপ্ন সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে।
তিন. যদি কোনও ভাবে স্বপ্নে ঈশ্বরের দেখা পাওয়া যায় তা হলে মনে করা হয় যে এই ধরনের স্বপ্ন দেখলে জীবন সুখ সম্পদে ভরে ওঠে।
চার. স্বপ্নে যদি মা-বাবার দর্শন হয় তা হলে জানতে হবে আপনার জীবনে অত্যন্ত শুভ কিছু ঘটতে চলেছে। এই ধরনের স্বপ্ন দেখা মানে জীবনে সব দিক থেকে সাফল্য আসতে চলেছে।
পাঁচ. স্বপ্নে তীর্থস্থান দেখা খুবই শুভ। মনে করা হয় এই ধরনের স্বপ্ন দেখলে মনের সকল কামনা বাসনা পূর্ণ হতে চলেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম