।।প্রথম কলকাতা।।
Jeans cloth: ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা সব সময়ই স্বাস্থ্য সম্মত। এখন অনেকেই কমবেশি জিন্স বা ডেনিমের প্যান্ট পরেন। এই প্যান্ট আরামদায়ক, টেকসই। নিয়মিত তা ধুয়েও থাকেন। নিয়মিত ধুয়ে তা তাড়াতাড়ি নষ্ট করছেন না তো? জানেন কি জিন্সের প্যান্ট কতদিন অন্তর ধোয়া প্রয়োজন?
কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গিয়েছে, সপ্তাহে কেন মাসেও একবার জিন্স ধোয়া উচিত নয়। এতে ডেনিমের প্যান্টের আয়ু কমতে থাকে। গবেষকদের মতে, টানা ১৫ মাস ব্যবহারের পরেও অন্য জামা-কাপড়ের তুলনায় জিন্সে ব্যাকটেরিয়ার প্রবেশ কম ঘটে। শুকনো আবহাওয়ায় একটি প্যান্ট ১৫ মাস পরলে আর্দ্র আবহাওয়ায় সেটি ৮-৯ মাস পরলেও কোনও সমস্যা হবে না।
কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানান, ডেনিম কাপড়ের কারণে সাধারণ কিছু ত্বকের সমস্যা ছাড়া অন্য কোনো ধরনের জীবাণু এতে বেশি পরিমাণে বাড়তে পারে না। তবে প্যান্টটি একেবারেই নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে ধুতে পারেন। তাও অন্তত ১০ বার পরার পর ডেনিমের প্যান্ট ধোয়া উচিত।জিন্সের প্যান্টটি ব্যবহারের পর এক জায়গায় দলা পাকিয়ে না রেখে বরং রোদে বা বারান্দায় দড়িতে মেলে রাখা উচিত। তাতে জিন্সের মধ্যে যাতে হাওয়া-বাতাস ঢুকতে পারবে। যখন পরিষ্কার করবেন তখন অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন। গরম জল দিয়ে ধুলে প্যান্টের রং হালকা হয়ে যাবে। তাহলে জিন্সের প্যান্ট বার বার ধোয়ার বিষয়টি মাথা থেকে সরিয়ে দিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম