।।প্রথম কলকাতা।।
Tennis ball making: টেনিস বলে ক্রিকেট খেলেননি এমন ব্যক্তির খোঁজ মেলা ভার। কিন্তু সেই বল কিভাবে তৈরি হয় জানেন কি? এই বল তৈরি কিন্তু যথেষ্টই মেহনতের। কারখানায় এক একটি বল তৈরি করতে অনেকগুলি ধাপ পার হতে হয়। চলুন কিভাবে তৈরি হয় টেনিস বল তা দেখে নেওয়া যাক। টেনিস (tennis) বল তৈরির জন্য প্রয়োজন রবার। কারখানায় ধূসর রঙের বড় বড় রবারের প্লেট আসে ট্রাকে করে। সেই রাবার টুকরো টুকরো করে ফেলা হয় মেশিনে। সেখানে সাদা রাসায়নিক মেশানো হয়। রবারে থাকা নোংরা আলাদা করা হয়। তৈরি হয় রবারের মণ্ড।
এবার সেই রবারের মণ্ড ফেলা হয় অন্য এক মেশিনে। সেই মেশিন রবারের মণ্ডকে গলিয়ে অর্ধতরল অবস্থা নিয়ে আসে। তা থেকে তৈরি হয় রাবারের মোটা মোটা প্লেট (plate)। অন্য এক মেশিনে তা আরও পাতলা প্লেটে পরিণত করা হয়। পালিশ করে তা কাপড়ের মতো গুটিয়ে রাখা হয়। এবার তা ছোট ছোট টুকরোই কাটা হয়।
এরপর সেই টুকরো গুলিকে অর্ধ গোলাকার ছাঁচের মধ্যে রাখা হয়। এবার সেগুলিকে হাইড্রোলিক(hydrauic) মেশিনে ঢুকিয়ে চাপ দেওয়া হয়। তাতে বলের অর্ধেক আকৃতি চলে আসে। এবার সেগুলিকে যন্ত্রের মাধ্যমে ভালো করে পালিশ করে নেওয়া হয়। একই ভাবে তৈরি হয় বলের ওপরের অংশ। এক চা চামচ পরিমান সাদা রাসায়নিক দিয়ে বলের দুটি অংশ আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়। এরপর সেই সংযোগ আরও পোক্ত করতে বলগুলিকে ঢোকানো হয় হাইড্রোলিক মেশিনে।
বলের স্হিতিস্হাপকতা বাড়াতে সেগুলিকে একটি ছাঁচযুক্ত লোহার বাক্সে(box) ভরে গরম করার জন্য একটি বিশেষ মেশিনে ঢোকানো হয়। নির্দিষ্ট তাপমাত্রায় গরম করার পর তা ঠান্ডা জলে ফেলা হয়। একটা বল তৈরিতে তিনবার এই রকম গরম করার প্রক্রিয়া চলে। গরমের জন্য বলগুলি একে অপরের গায়ে লেগে যায়। সেগুলিকে আলাদা করে পালিশ করা হয়।
এবার রয়েছে বলের ওপরের অংশে রঙিন কাপড় লাগানোর পর্ব। সাধারণত টেনিস বল ফ্লুরোসেন্ট সবুজ রঙের হয়। একটি বলের জন্য দুটি খন্ডের প্রয়োজন পরে। আঠা দিয়ে সে দুটি জুড়ে দেওয়া হয়। জোড়া অংশগুলির মাঝে চেটানো হয় সাদা ফিতের মতো রবার। এরপর কাপড়ের ওপর লোহার ব্রাশ(brush) দিয়ে ঘষে রোঁয়া ওঠানো হয়। এরপর তা ফের ঢোকানো হয় বিশেষ মেশিনে। তাতে বলের ওপরের অংশ নরম ফোলা ফোলা হয়। দেখে নেওয়া হয় বলের সাইজ এবং ওজন। এরপর বলের ওপরে প্রস্তুত কারক সংস্থার নাম লিখে প্যাকেটে ভরে বাজারে পাঠানো হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম