।। প্রথম কলকাতা ।।
Emergency Fund: কথায় বলে, বিপদ বলে কয়ে আসে না। তখন সেই বিপদ মোকাবিলা করতে হয় মাথা ঠান্ডা রেখে। সেই সময় সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দেয় অর্থের। তাই যা আয় তা ব্যয় না করে কিছু অর্থ আপৎকালীন সংস্হান হিসেবে আলাদা করে রাখা উচিত। আপনি আপনার ও পরিবারের জন্য সেই ইমার্জেন্সি ফান্ড তৈরি করছেন তো? ইমার্জেন্সি ফান্ড হল এমন একটি ফান্ড যা আর্থিক সমস্যার সময় ব্যবহার করা হয়। বেসরকারি চাকরি হারাতে পারেন যে কেউ। যেমন লকডাউনের সময় অনেকে কাজ হারিয়েছেন। নিজের বা পরিবারের কেউ দুর্ঘটনায় আহত বা জটিল রোগে আক্রান্ত হতে পারেন। হয়তো উপার্জনের মূল মাধ্যম কারখানার বড় যন্ত্র মেরামত করতে হতে পারে। এসব ক্ষেত্রে ইমার্জেন্সি ফান্ড কাজে লাগে। এখন প্রশ্ন হলো, এই আপৎকালীন সংস্থান কত হওয়া দরকার?
ইমার্জেন্সি ফান্ড কত হওয়া উচিত তার নির্দিষ্ট কোনও পাটিগণিত নেই। আপনার আয় এবং লাইফস্টাইল কেমন তার ওপর নির্ভর করছে আপৎকালীন সংস্হান কত হবে। লোনের চলতে থাকা ইএমআই, দৈনন্দিন খাইখরচ, ইউটিলিটি বিল, ইনসিওরেন্স প্রিমিয়াম, ছেলেমেয়ের পড়াশোনার খরচসহ বাধ্যতামূলক মাসিক খরচ থাকবেই। এর পর যে সঞ্চয় তা হল ইমার্জেন্সি ফান্ড। বিশেষজ্ঞরা বলছেন, মাসিক যা আয় তার ছয় থেকে নয় গুণের সমপরিমাণ অর্থ আপদকালীন ফান্ড হিসেবে রাখা উচিত।
কিভাবে এই ফান্ড তৈরি করবেন?
এই ফান্ডগুলি সাধারণত লিকুইড অ্যাসেট হওয়া উচিত। যেমন লিকুইড মিউচুয়াল ফান্ড, সেভিংস অ্যাকাউন্ট, মানি মার্কেট ইন্সট্রুমেন্ট ইত্যাদি। এই ফান্ডের টাকায় জমি বাড়ির মতো স্থায়ী সম্পদ কেনা উচিত নয়। হঠাৎ প্রয়োজনে যাতে দ্রুত এই অর্থ কাজে লাগানো যায় তা মাথায় রাখতে হবে। তাই কম-ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে ইমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত। মেয়াদ শেষে নিশ্চিত লাভ, কম ক্রেডিট, শর্ট-টার্ম ফিক্সড-ইনকাম ইন্সট্রুমেন্ট এবং বন্ডে বিনিয়োগ করা আরও ভাল হবে।
পার্সোনাল ফিনান্স প্ল্যাটফর্ম ফিনোলজির সমীক্ষা ইন্ডিয়া মানি হ্যাবিটস’-এ দাবি করা হয়েছে, দেশের ৭৫ শতাংশ মানুষের কাছেই “বিপর্যয়’ মোকাবিলা করার মতো টাকা নেই। সমীক্ষায় দেখা গিয়েছে, চাকরি চলে গেলে প্রতি ৪ জনে ৩ জনের কাছে ১ মাসের বেশি সংসার চালানোর সঙ্গতি নেই। প্রতি ৩ জনে ১ জনের কাছে পরিমাণ মতো মেডিক্লেম এবং আপৎকালীন ফান্ড নেই। চাকরি যাওয়া ৭৫ শতাংশ মানুষের কাছে বকেয়া ঋণ মেটানোর সঙ্গতি নেই। ২৭ শতাংশ মানুষ ঋণের ইএমআই মেটাতে নাজেহাল হচ্ছেন। ২৯ শতাংশ মানুষের মাসমাইনে ১৫ দিনের মধ্যেই খরচ হয়ে যায়। ৫৭ শতাংশ মানুষ জানিয়েছেন, বিপদে পড়লে সম্পত্তি বেচা ছাড়া ঋণ মেটানো সম্ভব নয়। এই রিপোর্ট বড়ই উদ্বেগের। তাই সঙ্গতি থাকলে ভবিষ্যতের আপৎকালীন দিনগুলির জন্য সঞ্চয় শুরু করুন এখন থেকেই। সেইসঙ্গে পরিবারের সকলের স্বাস্থ্য বিমা নিশ্চিত করুন। তাতে মানসিক দিক থেকেও চাঙ্গা থাকবেন সবসময়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম