।। প্রথম কলকাতা ।।
বুধবার আইসিসির ওয়েবসাইটে দেখা যায় পুরুষদের টেস্ট দলের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে এক নম্বর স্থান অর্জন করে ভারত। প্রযুক্তিগত ত্রুটির জন্য ক্ষমা চেয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। ভারত টেস্ট র্যাঙ্কিংয়ে ‘শীর্ষে’ থাকার কয়েক ঘণ্টা পরেই আইসিসি আরেকটি আপডেটে তালিকা জারি করে। যাতে রোহিত শর্মার দলকে ২ নম্বরে দেখানো হয়।
বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করেছে। একটি বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসি স্বীকার করে যে, ১৫ ফেব্রুয়ারি ২০২৩-এ অল্প সময়ের জন্য একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতকে ভুলভাবে আইসিসির ওয়েবসাইটে এক নম্বর টেস্ট দল হিসেবে দেখানো হয়েছিল।”
বিবৃতিতে আইসিসি আরও জানায়, “যেকোন অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের দুই ম্যাচের সিরিজ শেষ হওয়ার পর সর্বশেষ আপডেটের পরে অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট টিম র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। শুক্রবার, ১৭ জানুয়ারী থেকে অস্ট্রেলিয়া দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে। ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।”
Australia remain ahead of India in the @MRFWorldwide ICC Test Team rankings ahead of the second Test in Delhi.https://t.co/8Tcxjqsj5o
— ICC (@ICC) February 15, 2023