।। প্রথম কলকাতা ।।
Employee lay off to Yahoo: করোনা অতিমারি পরবর্তী সময়ে বিশ্বের বড় বড় কোম্পানিগুলির এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যার ভুক্তভোগী হতে হয়েছে তাদের নিজস্ব কর্মীদের। একসঙ্গে একাধিক কর্মী ছাঁটাই (Layoff) করার সিদ্ধান্ত নেয় গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ট্যুইটার, ফেসবুকের মতো একাধিক সংস্থা। যা নিয়ে রীতিমত চর্চা হয়। আর এবার এই পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ইয়াহু ইনকর্পোরেশন (Yahoo Incorporation)। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আবারও কর্মী ছাঁটাইয়ের এই বার্তা স্বাভাবিকভাবেই কর্মীদের মনে ভয়ের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি ইয়াহু ইনকর্পোরেশন সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, তাঁরা অ্যাড টেক ইউনিট থেকে প্রায় ২০% এর বেশি কর্মী ছাঁটাই করে ফেলবেন। সংস্থার এই পরিকল্পনার ফলে কাজ হারাতে চলেছেন ইয়াহুর প্রায় ১৬০০ জনেরও বেশি কর্মী। এই সংখ্যাটি একেবারেই কম নয়। তথ্যপ্রযুক্তি সংস্থা ডেল তাদের কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। এছাড়াও এইচপি ইনকর্পোরেশন (HP Incorporation) গত নভেম্বর মাসে তাদের সংস্থার ৬০০০ কর্মীকে ছাঁটাই করেছে। অ্যামাজন (Amazon) থেকে বিশ্বজুড়ে প্রায় ১৮ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি মাসের শেষের দিকে Google তাদের প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করবে এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। Microsoft ইতোমধ্যেই প্রায় দশ হাজার কর্মী ছাঁটাই করে ফেলেছে। মিউজিক স্ট্রিমিং ইন্ডাস্ট্রির জায়েন্ট স্পটিফাই তাদের কর্মীর ৬ শতাংশ ছাঁটাই করবে এমন পরিকল্পনা করেছে। এই সংখ্যাটি দাঁড়ায় স্পটিফাইয়ের মোট কর্মীর ৬০০ জন।
বিশ্বজুড়ে কেন বড় বড় কোম্পানিগুলি ছাঁটাই করছে ?
বিগত বেশ কয়েক মাস ধরেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের বড় বড় কোম্পানি গুলির কর্মী ছাঁটাইয়ের ঘটনা কমবেশি সকলেই জানেন। তা নিয়ে বেশ আলোচনা চলছে। কিন্তু কেন আসলে বড় বড় কোম্পানিগুলি কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে তা জানেন কি ? খুব ভালো করে লক্ষ্য করে দেখা যাবে, চলতি বছরে একের পর এক কোম্পানিগুলি কর্মী ছাঁটাইয়ার ঘোষণা করেছে। আর তার মধ্যে থেকে সবথেকে বেশি কর্মী ছাঁটাই করেছে টেক কোম্পানিগুলি (Tech Company)। বিশেষজ্ঞদের মতে, এই ধারাটি গোটা ২০২৩ জুড়ে বজায় থাকবে। এমনকি আগামীতেও এক-দেড় বছর মতো কর্মী ছাঁটায়ের পর্ব চলতে পারে।
২০২০ সালে যখন নাম না জানা এক ভাইরাস বিশ্ববাসীকে কাবু করতে সক্ষম হয়েছিল, সেই সময় বড় বড় ব্যবসা গুলি একেবারে বসে পড়লেও প্রযুক্তি খাত কিন্তু নিজেদের ব্যবসার উন্নতি করেছিল। তাই সেই পরিস্থিতিতে তাঁরা বহু সংখ্যক কর্মী নিয়োগ করেছিল কাজ আরও ভালোভাবে চালানোর জন্য। অবশ্য সেই সময় মুনাফাও ভালো কামিয়েছে সেই কোম্পানিগুলি। কিন্তু প্রায় দু’বছর পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আর ঘরবন্দি নেই মানুষ। করোনার ভীতি কিছুটা হলেও কেটেছে। যার কারণে কোম্পানিগুলি বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কর্মী ছাঁটাই করার পেছনে এক- একটি কোম্পানি একেক ধরনের কারণ দেখাচ্ছে কিন্তু বিশেষজ্ঞ মহলের দাবি, সব কোম্পানির কর্মী ছাঁটাই এর কারণ একই সুতোতে বাঁধা। এর নেপথ্যে রয়েছে ধীর প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি আটকাতে উচ্চমাত্রার সুদের হার আর ২০২৪ সালে সম্ভাব্য মন্দার একটি আশঙ্কা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম