।। প্রথম কলকাতা ।।
Pigmentation : প্রতিদিন যারা বাইরে কাজের সূত্রে বাইরে যান, তাদের মুখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কারণ রাস্তার ধুলোবালি থেকে শুরু করে সূর্যের ক্ষতিকর তীব্র রশ্মি (Sunlight) সরাসরি এসে পড়ে তাদের মুখে। এর কারণে অনেক সময় মুখের ওপর কালচে এক ধরনের দাগ (Black Spot) দেখতে পাওয়া যায় । এই দাগ যতই আপনি ফেসওয়াশ কিংবা স্ক্রাবার দিয়ে ঘষুন না কেন কিছুতেই উঠবে না। অনেকে এই ধরনের কালচে দাগগুলিকে তোলার জন্য বাজার থেকে রাসায়নিক যুক্ত প্রসাধনী কিনে আনেন। কিন্তু ডার্মাটোলজিস্টরা বলছেন, সেই ধরনের প্রসাধনী অনেক সময় আপনার ত্বকেরই ক্ষতি করতে পারে।
বিকল্প হিসেবে অনেকেই দামি সালোঁতে গিয়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করান । তাতে প্রাথমিকভাবে দেখে মনে হয় মুখের দাগগুলি সব উঠে গিয়েছে। কিন্তু এই ট্রিটমেন্টের ফলে একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ত্বকে। তাই একগুচ্ছ টাকা নষ্ট করে ত্বকের বারোটা বাজানোর কোন প্রয়োজন নেই। আপনি মুখের এই কালচে দাগগুলি দূর করার জন্য চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আয়ুর্বেদকে (Ayurveda) । আয়ুর্বেদিক কোন জিনিস কিংবা আয়ুর্বেদে বলা হয়েছে এমন কোন ঘরোয়া জিনিস দিয়ে তৈরি বস্তু আপনার ত্বকে সাইড এফেক্ট সৃষ্টি করে না বরং সমস্যার সমাধান করবে ।
ত্বকের কালচে ছোপ দূর করতে কী ব্যবহার করতে পারেন ?
১. মসুর ডাল (Lentils) : মসুর ডাল প্রত্যেক গৃহস্থ বাড়িতেই আপনি পেয়ে যাবেন। রান্নাঘরে থাকা ওই মসুর ডাল প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে সামান্য পরিমাণে বেটে নিয়ে মুখে মাখুন । কিছুক্ষণ সেই ডাল বাটা মুখে লাগিয়ে রেখে দিন । আর তারপর হালকা হাতে সেটিকে বার কয়েক ঘষে নিন। নিয়মিত যদি এই কাজটি করতে পারেন তাহলে একদিকে যেমন ত্বকের কালচে দাগ কমবে তেমনি ব্রণের সমস্যা থাকলেও তা নিরাময় হবে।
২. টম্যাটো বাটা (Tomato paste) : সূর্য থেকে যে ক্ষতিকারক ইউভি রশ্মি এসে পৌঁছায় আমাদের জগতে তাতে ত্বকের ভীষণভাবে ক্ষতি হয়। যারা বাইরে প্রতিনিয়ত কাজ করছেন তাদের ক্ষেত্রে সেই সূর্য রশ্মি থেকে গা বাঁচিয়ে চলা সম্ভব নয়। তাই তাঁরা ঘরোয়া টোটকা হিসেবে টম্যাটো ব্যবহার করতে পারেন। স্নান করার আগে ১৫ থেকে ২০ মিনিট টম্যাটোর রস যদি আপনি মুখে লাগিয়ে রাখতে পারেন তাহলে মুখে থাকার যে কোন ধরনের দাগ ধীরে ধীরে অস্পষ্ট হতে শুরু করবে।
৩. হলুদ (Turmeric): কাঁচা হলুদের গুণাগুণ সম্পর্কে জানেন না এমন কেই বা আছেন। এক চামচ কাঁচা হলুদ গুঁড়ো কিংবা এক চামচ কাঁচা হলুদ বাটা নিন । তার সঙ্গে মিশিয়ে নিন এক চামচ বেসন আর এক চামচ টক দই । তারপর সেটিকে ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর সেটি শুকিয়ে গেলে গরম জল দিয়ে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম