।। প্রথম কলকাতা ।।
Baldness: এবার টাকেও গজাবে উজ্জ্বল ঘন চুল। চুল পড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। এই ঘরোয়া টোটকাতেই ফিরবে হারিয়ে যাওয়া সৌন্দর্য। ব্যবহারের ৭ দিনেই দেখবেন চুল গজিয়েছে মাথার টাকে। এমনকি নেই কোনও সাইড এফেক্ট। খরচও হবে নামমাত্র! তাই তো বলি, বাজার চলতি কসমেটিকস ছাড়ুন আর ভরসা রাখুন এই ঘরোয়া উপকরণেই। কী কী সেই উপকরণ?
এতে কোনও সন্দেহই নেই যে চুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আপনার চুল। আর বর্তমান প্রজন্ম তো চুলের সমস্যাতেই জেরবার। অত্যধিক কাজের প্রেশার, অনিয়মিত খাওয়া দাওয়া, স্ট্রেস এসবের কারণে মাথার চুল উঠে গড়ের মাঠ। মেয়েরা তো বটেই সাথে সাথে পুরুষরাও আজকাল এই সমস্যায় জেরবার। দেখা যাচ্ছে অনেকেরই বড্ড অল্প বয়সেই টাকা পড়ে যাচ্ছে। তাহলে উপায়টা কী? উপায় রয়েছে আপনার হেঁসেলেই। বিশেষজ্ঞরা বলছেন, কসমেটিকসের নামে কেমিক্যাল না মেখে একবার এই ঘরোয়া টোটকা ব্যবহার করেই দেখুন না। ফল মিলবে হাতে নাতে। কী কী সেই টোটকা? দেখুন ঝটপট।
আপনি কি জানেন ত্বকের পাশাপাশি চুলের সমস্যাও দূর করে নিমপাতা। মাথায় টাকা পড়লে সেখানে নতুন চুল গজাতে সাহায্য করে নিম পাতা। এর জন্য এক লিটার জলে এক মুঠো নিমপাতা দিয়ে সেটি ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর সেটি ঠাণ্ডা হয়ে গেলে ভালো করে ছেঁকে নিন। যখনই চুলে শ্যাম্পু করবেন তখনই এই জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে একবার ব্যবহার করলেই দূর হবে খুশকির সমস্যা। চুলের গোড়া শক্ত হবে সেই সাথে নতুন চুলও গজাবে বিস্তর।
আমাদের সকলের হেঁসেলেই পেঁয়াজ তো থাকবেই। পেঁয়াজ খাওয়ার পাশাপাশি মাথাতেও লাগানো যায়। না না গোটা গোটা লাগিয়ে নিতে হবেনা। একটা পেঁয়াজ থেকে রস বার করে নিয়ে সেটা মাথায় লাগাতে পারেন। এতে চুল ঘন হবে এবং চুল পড়াও বন্ধ হবে। পেঁয়াজের রস লাগানোর পর এক ঘন্টার মত অপেক্ষা করে ভালো কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু থেকে তিনদিন করলেই উপকার ফল পাবেন হাতে নাতে।
চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে মেথি। প্রথমেই মেথি পরিষ্কার করে নিয়ে তা জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর ভিজিয়ে রাখা মেথি ভালো করে বেটে নিন। এরপর সেই বাটা মেথি চুলের গোড়ায় ব্যবহার করুন। চাইলে এতে দই এবং মধুও মিশিয়ে নিতে পারেন। যতক্ষণ না চুল শুকাচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন। এরপর ভালো কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে মাত্র একবার এই টোটকা ব্যবহার করলেই উপকার পাবেন।
যদি কেউ দীর্ঘদিন মেথি ব্যবহার করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তারা কালোজিরে ব্যবহার করতে পারেন। মেথির সাথেই কালোজিরে মিশিয়ে নিয়ে দুটোকে প্রথমে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর তা ভালো করে গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এই তেলের মিশ্রণটি কোনও কাঁচের বোতলে স্টোর করতে। একবার তৈরি করে অন্তত দুই থেকে তিন সপ্তাহ এই তেল সংরক্ষণ করা যায়। সপ্তাহে তিনদিন ব্যবহার করুন আর দেখুন ম্যাজিক। আপনার উজ্জ্বল ঘন চুল দেখে হিংসে করবে পড়শিরাও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম