।। প্রথম কলকাতা ।।
অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩-এ মহিলাদের এককে বিশ্বের ৪ নম্বর ক্যারোলিন গার্সিয়াকে বিদায় করে বড় অঘটন ঘটালেন ম্যাগদা লিনেট। সোমবার, ২৩ জানুয়ারী রড লেভার অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে গার্সিয়াকে ৭-৬(৭-৩), ৬-৪ পরাজিত করেছেন লিনেট। কোয়ার্টার ফাইনালে ৩০ নম্বর বাছাই ক্যারোলিনা প্লিসকোভার মুখোমুখি হবেন পোলিশ তারকা।
When you beat the No.16, No.19 and No.4 seeds on your way to a maiden Grand Slam quarterfinal 🙌@MagdaLinette • @wwos • @espn • @eurosport • @wowowtennis • #AusOpen • #AO2023 pic.twitter.com/xBtdR3dphu
— #AusOpen (@AustralianOpen) January 23, 2023
৩০ বছর বয়সী ক্যারোলিন প্লিসকোভাও স্ট্রেট সেটে চীনের ঝাং শুয়াইকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। কিয়া অ্যারেনায় ম্যাচটি জিতেছেন ৬-০, ৬-৪ গেমে। এছাড়াও বিশ্বের ৫ নম্বর আরিনা সাবালেঙ্কা ১২ নম্বর বাছাই বেলিন্ডা বেনসিককে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেন। বেনসিককে ৭-৫, ৬-২ গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন সাবালেঙ্কা।
পাশাপাশি মার্গারেট কোর্ট অ্যারেনায় রোমাঞ্চকর থ্রি-সেটের লড়াইয়ে ডোনা ভেকিকের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্ন শেষ হয়ে যায় ১৭ বছর বয়সী লিন্ডা ফ্রুহভার্তোভার। দুই ঘণ্টা সাত মিনিটের লড়াইয়ে ২-৬, ১-৬, ৩-৬ গেমে হেরে যান তিনি।