।। প্রথম কলকাতা ।।
Xi Jinping China President: শুক্রবার চীনের তৃতীয়বার প্রেসিডেন্ট (China President)হিসেবে নির্বাচিত হয়েছেন শি জিনপিং (Xi Jinping)। চীনের রাবার-স্ট্যাম্প পার্লামেন্ট, ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এর প্রায় ৩,০০০ সদস্য শি জিনপিংকে প্রেসিডেন্ট হওয়ার পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে অন্য কোনো প্রার্থী ছিল না। শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন।
চীনের পার্লামেন্টও ঝাও লেজিকে পার্লামেন্টের নতুন চেয়ারম্যান এবং হান ঝেংকে নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। তারা দুজনেই পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য। গত বছরের অক্টোবরে, শি জিনপিং রেকর্ড তৃতীয়বার পাঁচ বছরের মেয়াদে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হন। সেই সঙ্গে শি জিনপিং মাও সেতুংয়ের পর দেশের সবচেয়ে শক্তিশালী নেতা হিসাবে নিজের ক্ষমতাকে শক্ত করছেন।
গুরুত্বপূর্ণ বিষয় হল যে শি জিনপিং নিজেই ২০১৮ সালে রাষ্ট্রপতির দুই মেয়াদের সীমা তুলে দিয়েছিলেন। এর মানে হল যে শি জিনপিং অবসর, মৃত্যু বা ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত চীন শাসন করতে পারবেন। ২০১২ সালে যখন শি জিনপিং ক্ষমতা গ্রহণ করেন, তখন কিছু পর্যবেক্ষক ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি চীনের ইতিহাসে সবচেয়ে বেশিবার কমিউনিস্ট পার্টির নেতা হবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম