।। প্রথম কলকাতা ।।
₹2000 Note Deposit Latest Update: সময় শেষ? ২০০০ টাকার নোট এখনও কি আপনার পকেটে? কিংবা বাড়ির আলমারিতে? মেয়াদের মধ্যে এই নোট জমা করতে না পারার জন্য সাজাটা জানেন তো? বড় ঘোষণা আরবিআই এর। সঙ্গে থাকা ২০০০ এর নোটগুলো কী অবৈধ হয়ে গেল? নাকি নতুন কোনো নিয়মের বড় সিদ্ধান্ত। গত ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছিল, তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। আপনি কী এখন জানলেন এই খবরটা? তাহলে নিশ্চিত, তারিখ পার হয়ে গেছে। হ্যাঁ, ৩০ সেপ্টম্বেরের মধ্যে ব্যাঙ্কে জমা দিয়ে দেওয়ার নির্দেশ ছিল যাবতীয় ২০০০ টাকার নোট। শনিবার সেই মেয়াদ শেষ হলো। তবে মেয়াদ শেষ হওয়ার পরও যদি কারও কাছে ২০০০ টাকার নোট থেকে যায়, তাহলে কী হবে? দুশ্চিন্তা বাড়ছে নিশ্চয়ই?
যারা এখনো ২০০০ টাকার নোট জমা দেননি তাদের জন্য বিশেষ ঘোষণা আরবিআই এর। না আজকের পর থেকে সমস্ত ২০০০ টাকার নোট অচল হয়ে যাচ্ছে না। তাহলে, কী ফাইন দিতে হবে? নাকি, ২০০০ টাকার নোট সঙ্গে থাকলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে? জোর বাঁচলেন পুজোর আগে! এবার সিদ্ধান্তে বদলে এনে গ্রাহকদের মুখে হাসি ফোটালো আরবিআই। ২০০০ টাকার নোট জমা বা বিনিময় করার সময় ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। তাই যদি এখনো আপনার কাছে ২০০০ টাকার নোট থেকে গিয়ে থাকে তাহলে দুশ্চিন্তার কোন কারণ নেই। আপাতত একটা পর্যালোচনার ভিত্তিতে এই ডিসিশন নিয়েছে আরবিআই গ্রাহকদের কথা ভেবে। মনে করিয়ে দিই আজ থেকে প্রায় সাত বছর আগে কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। পরিবর্তে বাজারে আনা হয়েছিল ২০০০ টাকার নোট কিন্তু চলতি বছরে ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় মোদী সরকার।
নোটটি জামা বা বদলি করা শেষ সময় ছিল ৩০শে সেপ্টেম্বর কিন্তু, জানা যাচ্ছে এখনো পর্যন্ত ৯০ শতাংশ ২০০০ টাকার নোট জমা পড়েছে। সময় সীমা পেরিয়ে গেলেও ভারতের বাজারে ঘুরে বেড়াচ্ছে বাকি ১০ শতাংশ ২০০০ টাকার নোট। সেই অংকটা প্রায় গিয়ে দাঁড়াচ্ছে ২৪ হাজার কোটির মতো। প্রশ্ন ছিল, এই বিপুল অঙ্কের নোট যেখানে বাজারে পড়ে রয়েছে, সেখানে আরবিআই কী ব্যবস্থা নেবে? ৫০০ বা ১০০০ টাকার ১০টির বেশি পুরনো নোট রাখার জন্য সর্বনিম্ন ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এই আইনে জেলেরও বিধান ছিল। তাই ২০০০ টাকার নোট কারও কাছে থেকে থাকলে সেগুলোর কী হবে, তা নিয়ে একপ্রকার টেনশন বাড়ছিল কিন্তু, এরপরই এলো আপডেট। মেয়াদের মধ্যে যারা জমা দিতে পারেননি ২০০০ টাকার নোট, তাদের জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার তথা আরবিআই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম