।। প্রথম কলকাতা।।
Weather Report Today: পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ক্রমাগত ঢুকতে শুরু করেছে , আর তার ফলে সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কুয়াশার । খুব ভোরে বা সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে।আগামী ৭ দিন মোটের উপর থাকবে একই রকম আবহাওয়া। রাতের তাপমাত্রা খুব সামান্য কমতে পারে ৩১ শে ডিসেম্বরের থেকে ১ জানুয়ারি। আগামী ৪ দিন আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং অন্যদিকে পূবালী হওয়ার প্রভাব দুইয়ের যাঁতাকলের প্রভাবে শীতের সম্ভাবনা আপাতত দেখছেন না আবহাওয়াবিদরা। আপাতত কোথাও কোনও সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। তাপমাত্রার দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে , কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশিই থাকবে। বেলার রোদে গরম লাগতে পারে।
দেশের প্রায় বেশিরভাগ রাজ্যেই শীতের মরশুমেও আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হয়েছিল। IMD-র তরফে পূর্বাভাস মিলেছে, ফের একবার বর্ষবরণে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হতে পারে। দেশবাসী অপেক্ষায় রয়েছে নতুন বছরেও শীতের ঝোড়ো স্পেল দেখার। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে দিনের বেলায় শীতের দেখা মিলছে না। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা মিলছে সকালে। শুধু তাই নয় , কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস মিলছে, নতুন বছরের শুরুতে হালকা তুষারপাত হতে পারে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। হাওয়া অফিসের তরফে নতুন বছরে দক্ষিণবঙ্গে ফের পারদ নামার ইঙ্গিত মিলেছে। তবে বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম