।। প্রথম কলকাতা ।।
Weather update: এই গরম এই শীত। ঘনঘন আবহাওয়ার ভোলবদল। পারদের ওঠানামায় রাজ্যবাসী প্রাণ ওষ্ঠাগত। ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবার গরমের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু-তিনদিন বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
রাজ্য থেকে শীত কার্যত বিদায়ের পথে। আপাতত কয়েকদিন ওঠানামা করবে পারদ। ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত এভাবে ঘনঘন পাত লাভে রাজ্যের আবহাওয়া। ১২ই ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ পাকাপাকিভাবে শেষ হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রবিবার কলকাতায় এক ধাক্কায় বেড়েছে তাপমাত্রার পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন বাতাসে আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩১ শতাংশ থাকবে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে।
এ রাজ্যে ঘন কুয়াশার (Fog) সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে আর কোথাও বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন শুষ্ক (Dry) আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। ভোর রাতে এবং সকালের দিকে কুয়াশা থাকলেও পড়ে পরিষ্কার আকাশ দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম