।। প্রথম কলকাতা ।।
Weather update: জানুয়ারি মাসের মাঝামাঝি হলেও শীতের আমেজ বেশ বজায় আছে বেশ কিছু জেলাতে। গতকাল দিন ধরে দিনে রোদ ঝলমলে থাকলেও সন্ধ্যা নামতে দমকা বাতাস উপেক্ষা করছেন জেলাবাসী। রবিবার শীতের (Winter) আমেজ বজায় থাকবে। তবে সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।
শুক্রবার জোরালো পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের প্রবেশ করার কথা ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে থাকবে শুষ্ক (Dry) আবহাওয়া। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই রাজ্যে। আর শীতের আমেজ ক্রমশ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আজ দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক এর উপরে থাকবে।
বলা যেতে পারে শীত নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে তিনটি সিস্টেম থাকার জন্য উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা হওয়া রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে। আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে দুই থেকে তিন ডিগ্রি। যদিও আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে।
সোমবার থেকে ধীরে ধীরে চড়বে পারদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। ফলে চলতি মরশুমে শীত যে বিদায় নিতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিসের এই পূর্বাভাসে বেজায় মন খারাপ শীত প্রেমীদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম