।। প্রথম কলকাতা ।।
Weather update: বদলেছে আবহাওয়া। রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া। শুরুতেই টালমাটাল শীত। নভেম্বর গড়াতেই শীতের শিরশিরানি টের পেতে শুরু করেছিল কলকাতা। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে এসে ফের পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় আগামী কয়েক দিন রাজ্যে শীতের আমেজ কিছুটা কমবে। শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকছে। দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে।
গত কিছুদিন কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় শীতের আমেজ বজায় থাকছে ঠিকই। তাপমাত্রার হেরফের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কোনো কোনো জেলায় শীতের আমেজ বাজার থাকবে। তবে আগামী সপ্তাহে পারদ কিছুটা নামতে পারে। উত্তরবঙ্গ ,দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম