।। প্রথম কলকাতা ।।
Khakee The Bengal Chapter: শ্যামবাজারের অলিতে গলিতে ঘুরছেন সুপারস্টার জিৎ। ছুটে চলেছেন রাস্তায় রাস্তায়। কিন্তু কেন? সকাল থেকেই উত্তর কলকাতায় ভিড় করেছে পুলিশের গাড়ি। লাঠি-বন্দুক হাতে হাজির পুলিশ কর্তারা। কোন বিপাকে পড়লেন টলি তারকা জিৎ? হঠাৎ শ্যামবাজারে কেন ছুটলেন অভিনেতা?
বুধবার সকাল থেকেই চরম ব্যস্ত উত্তর কলকাতার শ্যামবাজার। এলাকার মানুষের ঘুমও ভেঙেছে পুলিশের হাঁকডাকে। সাধারণ মানুষের আনাগোনাতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। কেন? কারণ বুধবার সকাল থেকেই শ্যামবাজার দাপিয়ে বেড়াচ্ছেন জিৎ। চলছে নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের শুটিং। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চলছে শুটিং। ভক্তমহলে উত্তেজনার পারদ তুঙ্গে।
মোটা গোঁফ, সুঠাম চেহারা। রাগী পুলিশ জিৎ তার চোখের চাহুনিতেই ছড়িয়েছেন মাদকতা। কখনও খাঁকি পোশাক তো কখনও আবার সাদা ফর্মাল। ক্যামেরার সামনে আসতেই পুরোদমে অ্যাকশন মোডে জিৎ। একেবারে পাওয়ার প্যাকড হিরো যাকে বলে। এমনিই নীরজ পাণ্ডের এই ছবি নিয়ে চর্চার শেষ নেই। তার উপর শোনা যাচ্ছে এই সিরিজে দেখা যেতে পারে প্রসেনজিৎ, জিৎ, পরমব্রতদের। দেখা যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়কেও। সিরিজে অভিনয় করতে পারেন শোলাঙ্কি রায় ও চিত্রাঙ্গদা শতরূপা। ব্যাস আর যায় কোথায়? সিরিজ যে হিট হবেই সেটা তো এখন থেকেই পরিস্কার।
শোনা যাচ্ছে সিরিজটি রিয়েলেস্টিক করতে কোনও কসরতই বাকি রাখছেনা নির্মাতারা। রিয়েল লোকেশনে ঘুরে ঘুরে চলছে শুটিং। বেশিরভাগ দৃশ্যের শুটিং হবে উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায়। এর আগেই নীরজ তার দলবল নিয়ে শ্যামবাজারের মোহনলাল স্ট্রিটে রেকি করতে এসেছিলেন। আর এবার শুরু হয়ে গেল ছবির শুটিং। আপনার বাড়ি কি শ্যামবাজারে? তাহলে কেমন ছিল সুপারস্টার জিৎ-কে সামনে থেকে দেখার অভিজ্ঞতা? সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিন কমেন্ট করে।
টলিপাড়ার খবর, প্রায় দিন তিনেক আগে থেকেই শুরু হয়েছিল তোড়জোড়। রাতভর চলেছে কাজ। স্থানীয় কিছু বাড়ির রং বদলে খোলনলচেই পাল্টে ফেলা হয়েছে। প্রয়োজনমত সাজানো হয়েছে বেশ কিছু বাড়িকে। তৈরি করা হয়েছে শহিদবেদি, লোকনাথ কোচিং সেন্টার, নকল কলপাড়, চায়ের দোকান, আরও অনেক কিছু। সাজসজ্জা দেখে অনুমান, সত্তরের দশক এবং বিশ শতকের কলকাতাকে তুলে ধরা হবে সিরিজে। যদিও গল্পটা ঠিক কী, তা নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন পরিচালক।
তবে এইদিন শ্যামবাজারে জিৎকে মানুষের উন্মাদনা ছিল দেখার মত। শুটিং স্পটের আশেপাশের বাড়ির বারান্দা, ছাদে সব জায়গাতেই কৌতুহলী দর্শকদের ভিড়। তার মধ্যে মহিলাদের সংখ্যাটাই বেশী। প্রায় প্রত্যেকেই নিজের ঘরের কাজ ফেলে ছুটে এসেছেন। কেবল চোখের দেখা দেখবেন জিৎকে! অভিনেতাও শুটিংয়ের ফাঁকে হাসি মুখে হাত নেড়ে জানালেন অভিবাদন। খুশির ঝিলিক ভক্তদের মুখে।
আসলে ‘খাকি দ্য বিহার চ্যাপ্টার’ দেখার পর থেকেই দ্বিগুণ হয়ে উঠেছে ভক্তদের আশা। করন ট্যাকার অভিনীত সেই সিরিজকে দারুণ পছন্দ করেছিল দর্শক। আশা করা যায় বেঙ্গল চ্যাপ্টারকেও একইরকম ভালোবাসা দেবে মানুষ। আমাদের শুভকামনা রইল জিৎ-র জন্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম