।। প্রথম কলকাতা।।
Weather Update Today: পৌষ মাসের শুরুতেই ছক্কা হাঁকিয়ে ব্যাটিং শুরু করেছিল শীত। কিন্তু তারপরেই ছন্দপতন। গত দু’দিন ধরে শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প। ফলে বাধা পাবে উত্তুরে হাওয়া, কমবে ঠান্ডা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা প্রবল। আগামী ২৪ ঘন্টার জন্য পরিষ্কার থাকবে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ। ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস,হাওয়া অফিস বলছে এটি স্বাভাবিক।
আলিপুর আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়ে রেখেছে বড়দিনের আগেই তাপমাত্রা বেড়ে যাওয়ার। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে জলীয় বাষ্প এর প্রভাবে। সেই সঙ্গে চড়তে পারে পারদ। বড়দিনে কলকাতার পারদ পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। গত বছরও বড়দিনে ঠান্ডার উধাও ছিল। ১৭.২ ডিগ্রিতে পৌঁছয় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার বড়দিন। তার আগেই রাজ্য থেকে উধাও হবে হিমেল শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। ওই পাঁচদিনে ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর।একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপরে। এর জেরে পশ্চিমবঙ্গে কোনও বৃষ্টিপাতে সম্ভাবনা আপাতত নেইআবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কিছুদিন রাজ্যের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম