।। প্রথম কলকাতা ।।
Tripura Election 2023: ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ষাট আসনের ত্রিপুরা বিধানসভা ভোট (Tripura Assembly Election) হতে চলেছে চলতি মাসের ১৬ তারিখে। অন্যদিকে এর ফল ঘোষণা করা হবে ২ মার্চ। ত্রিপুরায় বর্তমানে ক্ষমতাসীন বিজেপি কিন্তু গেরুয়া শিবিরকে (BJP) এবার জোরদার টক্কর দেওয়ার জন্য বিরোধীরা একজোট হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেই জোট এখন প্রায় বিশ বাঁও জলে। কারণ বাম ও কংগ্রেস এর মধ্যে আসন নিয়ে দর কষাকষি দেখা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বিধানসভা নির্বাচনে চলতি বছরে বাম (CPIM) এবং কংগ্রেস (Congress) একজোট হয়ে ত্রিপুরাতে লড়বে এমনটাই জানা গিয়েছিল। তবে বামেরা প্রথমে প্রার্থী ঘোষণা করলে তাঁরা কংগ্রেসের জন্য ১৩ টি আসন ছেড়ে রাখে। কিন্তু কংগ্রেসের তরফ থেকে যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তখন দেখা যায় তাঁরা ১৩ টি নয় বরং ১৬ টি আসনে তাদের প্রার্থী দিয়েছে। এদিকে আবার বামেরা সাতটি আসনের বিধানসভার নির্বাচনে ৫৯ টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। বাকি একটি আসনে লড়ছেন বান সমর্থিত এক নির্দল প্রার্থী। ৬০ আসনের মধ্যে ৪২ টি আসনের প্রার্থী দেওয়া হয়েছে তিপ্রামোথার তরফ থেকেও।
কাজে এটাই বর্তমানে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে, বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় বিরোধীদল একজোট হয়ে লড়বে নাকি এইবারে নির্বাচন হতে চলেছে বহুমুখী। যদিও আইপিএফটি (IPFT) যারা ত্রিপুরায় বিজেপির জোটসঙ্গী হিসেবে পরিচিত তাঁরা বিজেপির সঙ্গে জোট রেখেই ছয়টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন তিপ্রামোথা পার্টির প্রদ্যোৎ কিশোর। কিন্তু বিজেপির সঙ্গে তিপ্রামোথাদের জোটের কোনোরকম সিদ্ধান্ত হয়নি বলেই জানা যায়। তিনি সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও এই বিষয়ে আলোচনায় বসেন। তিপ্রামোথাদের মূল দাবি হল, তাঁরা পৃথক তিপ্রাল্যান্ড চায়। আর সেই দাবি পূরণে যারা তাদেরকে লিখিতভাবে আশ্বাস দেবেন তাদের সঙ্গেই নির্বাচনে জোট বাঁধবে তিপ্রামোথা। এমনটাই জানানো হয় দলের শীর্ষ নেতৃত্বদের তরফ থেকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম