।। প্রথম কলকাতা ।।
Weather Update Today: রাজ্যে পরিষ্কার আকাশ। শীতের স্পেল চলছে জেলায় জেলায়। ইতিমধ্যেই গত কয়েকদিনে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় জেলায় একঝটকায় নেমে গিয়েছে তাপমাত্রা। শুধু তাই নয়, পারদপতনে দক্ষিণবঙ্গ টক্কর দিচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে। আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গের
রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলেছে দক্ষিণবঙ্গে। এমনিতে বরাবরই দক্ষিণের থেকে বেশি উত্তরবঙ্গে শীত। তবে এবার শীত শুরুতে দক্ষিণবঙ্গ বেশ কিছু উত্তরবঙ্গের জেলাকে শীতে চ্যালেঞ্জ দিয়েছে ।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পুরুলিয়ার মানুষজনের এখন ঠান্ডায় জবুথবু অবস্থা। সূয্যি মামা অস্ত গেলেই তরতরিয়ে নামছে পারদ মাত্রা। রাস্তার ধারে কোথাও মানুষ আগুন জ্বালিয়ে গা গরম করছে তো কোথাও আবার গরম চায়ে চুমুক। সেই সাথে রয়েছে কুয়াশার মোটা চাদর। অন্যদিকে, হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের পর উত্তরে এখন চলবে শীতের স্পেল। সেই সাথে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে খবর।
রাজ্যের সমস্ত জায়গাতেই পারদ কমবেশি পতন হয়েছে। গত দিন দুয়েক ধরে জমিয়ে শীত উপভোগ করছে কলকাতার মানুষজনও । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে রাজ্যে। আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু কমতে পারে। এরপর ২-৩ দিন একই রকম আবহাওয়া থাকবে।
যে ভাবে রাজ্যের সব জায়গায় গত সপ্তাহে বৃষ্টি হয়েছে তাতে রাজ্যজুড়েই মাঠে ভাসছে কাটা ধান, নষ্ট হচ্ছে শস্য। এখন শীতের হালহকিকত জানতে চাওয়ার পাশাপাশি অনেকেরই প্রশ্ন, ফের ফিরবে না তো অসুর বৃষ্টি? হাওয়া অফিস সূত্রে যেটা খবর মিলেছে, আগামী ৫ দিন অন্তত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও বদল হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম