।।প্রথম কলকাতা।।
Ghee For Skin: কোলেস্টেরলের ভয়ে অনেকেই ঘি থেকে অনেক দূরে থাকেন।সুস্বাস্থ্যের জন্য অনেক সময়ে চিকিৎসকরা ডায়েটে সামান্য পরিমাণে ঘি রাখার পরামর্শ দেন। নির্দিষ্ট পরিমাণে ঘি খেলে স্বাস্থ্য ভালো থাকতে পারে। কিন্তু জানেন ত্বকের জেল্লা বাড়াতে ঘিয়ের কোনও জুড়ি নেই। ত্বক উজ্জ্বল করতে কিভাবে ঘি ব্যবহার করবেন দেখে নেওয়া যাক।
এক সময় প্রাচীন ভারতে ত্বকের(skin) যত্ন নেওয়ার জন্যে ঘি ব্যবহার করা হত। সারা গায়েও ঘি(ghee) মাখার রীতি ছিল। এতে ত্বকের জেল্লাও হত দেখার মতো। অনেকেই এখনও বাড়িতে প্রাকৃতিক ময়শ্চরাইজার(moisturizer) হিসেবে ঘি ব্যবহার করেন। ঘি ব্যবহার ত্বকের নানা সমস্যা সমাধান করা যায়।
ঘি ব্যবহার করলে ত্বক ময়শ্চারাইজ হয়। এমনকি ত্বকের শুষ্কভাবও কমে যায়। চুলকানি এবং জ্বালাভাব হলে তা ঘি লাগিয়ে সারিয়ে তুলতে পারেন আপনি। এমনকি ঘি-এর ক্রিম শুষ্ক ত্বকে আর্দ্রতার জোগান দিতে পারে। প্রাচীনকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য ঘি-এর ব্যবহার করা হত। এটি আপনার ত্বককে হাইড্রেটেড(hydrated)রাখতে সাহায্য করে। এছাড়া চোখের নিচের কালচেভাব মলিন করতেও সাহায্য করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম