।। প্রথম কলকাতা ।।
Iran Afghanistan: ভারতের সীমান্তে যু্দ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ইরান-আফগানিস্তানে হঠাৎ এত উত্তেজনা কেন? গোলাবারুদ ছুঁড়ছে আফগানিস্তান তো পাল্টা ব্যাপক মিশাইল হামলা ইরানের। শুধু জল নিয়ে উস্কানি নয়। আমেরিকা কলকাঠি নাড়ছে না তো? ইরান চাইলে গুড়িয়ে দিতে পারে আফগানিস্তানের ড্যাম। যদি এভাবেই পরিস্থিতি এগোতে থাকে তাহলে ভালো কোনও খবর আগামী দিনে পাওয়া যাবে না এমনটাই আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। ইরান – আফগানিস্তান দুটো দেশ একে অপরকে ধ্বংস করতে চায়। ইরান-আফগানিস্তান অস্থিরতায় ভারত কি চাপে পড়তে পারে? এটা বুঝতে গেলে আগে জানতে হবে ঠিক কি কারণে গোলাবারুদের এই খেলা চলছে দুটি দেশের মধ্যে।
হেলমন্ড নদীর জল নিয়েই আসল গন্ডগোল। আগামী দিনে এমন একটা সময় আসতে চলেছে যেখানে একমাত্র জল নিয়েই বড় বড় যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। কাবুলের পাশ দিয়ে বয়ে যায় হেলমন্ড নদী হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎস। কাবুল থেকে ইরানে যায় এর জল কারণ ইরানে বেশি নদী নেই। কিন্তু বর্তমানে গ্রামের পর গ্রাম উজাড় হচ্ছে রাইসির দেশে। কারণ ইরানের অভিযোগ হেলমন্ড নদীর জল আটকে দিয়েছে আফগানিস্তান। সত্যিই কি তাই?
বাস্তব পরিস্থিতি এমন যে আফগানিস্তান রীতিমত হামলা করেছে ইরানে উপর। পাল্টা ইরান ছুঁড়ছে তাবড় তাবড় মিশাইল। আপনার কি মনে হয় ইরানের সঙ্গে পেরে ওঠা সম্ভব তালিবানদের? ফ্যাক্ট বলছে একেবারেই সম্ভব নয়। কূটনৈতিক মহলের দাবি, শুধুই কি জল নিয়ে আজ এই উত্তেজনা? টাইমিংটাই তো সবথেকে ভুল। কারণ হেলমন্ড নদী নিয়ে ঝামেলা আজকের নয় কিন্তু এই সময় ইরান রাশিয়াকে সমর্থন করছে ড্রোন দিয়ে অস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এটা অন্য খেলা নয় তো।
বিশেষজ্ঞরা বলছেন ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে গোটা ঘটনা অবশ্য ভারত কূটনীতি এবং প্রতিরক্ষার দিয়ে গন্ডগোল থেকে দেশকে বাঁচাবেই। আফগানিস্তান ছাড়ার সময় মার্কিন সেনা সেখানে রেখে গিয়েছিল। মিলিয়ন মিলিয়ন ডলারের যুদ্ধের অস্ত্র, সাঁজোয়া গাড়ি যা এখন ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে তালিবান। তাহলে ঘুরপথে এটাই কি ছিল মার্কিনীদের চাল?
অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন ইরান হয়ত আরও ক্ষেপে গেলে মিশাইল দিয়ে গুড়িয়েই দিতে পারে আফগানিস্তানের ড্যাম। কারণ আমেরিকা যতই অস্ত্র ফেলে যাক তালিবানদের থেকে কয়েকগুণ বেশি মজবুত তেহেরানের সামরিক শক্তি এটা নিশ্চয় সকলেই জানেন। তালিবান চালাকিটা করছে যার দাম তাদের দিতে হবে। কাজাকি, গৃষক ড্যাম দিয়ে আটকে দেওয়া হচ্ছে হেলমন্ডের জল। এমকি কামাল খান ড্যাম নিয়ে ইরানের চরম রাগ। কারণ এই ড্যাম একেবারে তাদের সীমান্তে তৈরি তালিবান চাইলে এক বিন্দু জল দেবে না ইরানকে। কিন্তু তার পরিণতি হবে মারাত্মক৷ আফগানিস্তান তাদের ভারী অস্ত্র ইরানের বর্ডারে মোতায়েন করেছে। পাল্টা ইরান ধৈর্য হারালে পরিস্থিতি জটিল হবে মত কূটনৈতিক মহলের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম