।। প্রথম কলকাতা ।।
Indian army: ভারতীয় সেনাবাহিনীতে অস্ত্র কম পড়ল নাকি? গুচ্ছ গুচ্ছকে চিলকে হঠাৎ কেন ট্রেনিং দিচ্ছে সেনা? কোন দেশের দেখানো পথেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হল ভারতকে? ইন্ডিয়ান আর্মি কি ফাঁস করে দিল গোপন সেই তথ্যটা? ভারতীয় সেনাবাহিনী যে ডিসিশনটা নিয়ে নিল সেটা এখন রীতিমত প্রকাশ্যে৷ ইচ্ছা করেই কি সামনে আনা হল প্রস্তুতি? উত্তরাখন্ডে জোরকদমে চলে চিলের ট্রেনিং৷ মিশনে ১০০ শতাংশ সফল হওয়ার চান্স রয়েছে,বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷ কিন্তু প্রশ্ন হল চিলের করবেটা কি? ভারতীয় সেনা ঠিক কীভাবে প্রশিক্ষণ দিচ্ছে এদের? পরবর্তী মিশনে যুদ্ধাস্ত্র ছেড়ে কেন চিলকেই বেছে নিল ইন্ডিয়ান আর্মি?
একটা সময় চিল বা বাজপাখিদের গুপ্তচর হিসেবে কাজে লাগানো হত৷ শত্রুদের নজর এড়িয়ে তাদের মাধ্যমেই সঙ্কেত চালাচালি হত৷ তবে এখন সেসব পদ্ধতি অতীত৷ তাহলে কি এদের গায়ে যন্ত্র লাগিয়ে আকাশে ওড়াবে সেনা৷ না বাজ-চিলদের মধ্যে যে ক্ষমতা রয়েছে তার প্রয়োজন এখনও শেষ হয়ে যায়নি৷ ভারত এখানেই হুবহু হাঁটছে নেদারল্যান্ডের পথে৷ সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের তথ্য অনুযায়ী ডাচ সেনাবাহিনীতে বড় ভূমিকায় থাকে ঈগল পাখি৷ এদের কাজ হল একটা শত্রুদেশের ড্রোনকে টেনে মাটিতে নামিয়ে আনা আকাশে ড্রোন দেখলেই তাকে শিকার মনে করে ট্রেনিংপ্রাপ্ত ঈগল৷ এরপর সোজা উড়ে গিয়ে ছোঁ মেরে নিয়ে আসে শত্রুদেশের ড্রোন একবার টার্গেট পূর্ণ করলেই ঈগলদের ট্রিট মাংস৷
এবার এই কাজটাই ভারতীয় সেনাবাহিনীতে করবে চিল৷ কারণ পঞ্জাব, গুজরাত, জম্মু সীমান্তে এবার অন্যপথেই পাকিস্তানকে জব্দ করতে চাইছে ভারত৷ চিলরাই এবার হবে ভারতীয় সেনার ‘অর্জুন’৷ ক্ষিপ্র গতিতে উড়ে গিয়ে নজরদারি ড্রোন ধ্বংস করবে৷ সীমান্ত এলাকার আকাশসীমায় নজরদারিও চালাবে এই চিলেরাই৷ভারতীয় সেনা এই নতুন পদক্ষেপের নাম দিয়েছে ‘যুদ্ধ অভ্যাস’। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কীভাবে ড্রোন ধরে নীচে নামাতে হবে শত্রু সেনার ড্রোন চেনার কৌশল চিলদের শেখানো হচ্ছে ট্রেনিং যেমন জবরদস্ত, ফলাফল ওমনি হাতে নাতে একেবারে৷ প্রশিক্ষিত চিল ‘অর্জুন’ ইতিমধ্যেই ড্রোন ধরার কৌশল শিখে তাক লাগিয়ে দিয়েছে৷ পাকিস্তান পঞ্জাব সেক্টর, জন্মু সেক্টরকেই আবারও টার্গেট করেছে৷ বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর অবধি বারবার পাকিস্তানের ড্রোন সীমান্ত টপকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে৷ ড্রোনগুলিতে বহুবার বেশ কিছু প্যাকেট পাঠানো হয়েছে৷ যার মধ্যে ছিল অস্ত্র, বিস্ফোরক, মোবাইল বা স্যাটেলাইট ফোন এবার পাকিস্তানকে সবক শেখাবে ভারতের অর্জুন৷ ড্রোন দেখলেই ছোঁ মেরে ধরবে, আছড়ে ফেলে টুকরো টুকরো করে মাটিতে৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম