।। প্রথম কলকাতা ।।
Pakistan: পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন শাহবাজ শরিফ। কে সামলাবে পাকিস্তান? ইমরান খানের সামনে বড় সুযোগ নাকি ফাঁদ। কেন ইস্তফা দেবেন শাহবাজ শরিফ এ কোন নয়া ছক। বড় বিদ্রোহের পথে নামতে পারেন পাকিস্তানীরা। সৌদি আরবের কাছ থেকে ২ বিলিয়ন ডলার লোন পাওয়ার পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নিয়ে ব্যাপক ট্রোল। পাকিস্তানীরা বলছেন প্রধানমন্ত্রীর কোন অ্যাকাউন্টে যাবে এই টাকা?
এর মাঝেই শোনা গেল শাহবাজ শরিফের বড় ঘোষণা। পাক প্রধানমন্ত্রীর পদ থেকে নাকি ইস্তফা দিতে চলেছেন শরিফ। কেন? এমন কি ঘটে গেল? কূটনৈতিক মহল বলছে পাকিস্তানে এক থেকে দেড় মাসেই বড় রাজনৈতিক সঙ্কট দেখা যাবে আবারও। আর এবার প্রতিবাদে নামতে পারেন পাকিস্তানের জনতা। ইমরান খানের কাছে বড় সুযোগ নাকি এটাই হল বড়ো ফাঁদ? এটা বিচার করার আগে জানুন ঠিক কী বলেছেন শাহবাদ শরিফ। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, আগামী মাসেই দেশ চালানোর ভার দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। অক্টোবর মাসে সেদেশে নির্বাচন হবে। তার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশের দায়িত্ব দেওয়া হবে। আগামী মাসেই ইস্তফা দেবেন শরিফ।
এখানেই শেষ নয় শরিফ এখানেই রীতিমত তুলোধনা করেন ইমরান খান ও তাঁর সরকারকে৷ তিনি বলেন, “পূর্বসূরি ইমরান খান দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন সেই ধ্বংসস্তূপের তলা থেকে মাত্র ১৫ মাসের মধ্যেই পাকিস্তানকে টেনে বের করতে পেরেছি আমরা”। সেই সঙ্গে পাক প্রধানমন্ত্রীর দাবি দেশের উন্নতির জন্য রাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়েছেন তাঁদের সরকারের শরিক দলগুলি। বিশেষজ্ঞরা বলছেন এর থেকে এটা নিশ্চিত হওয়া গেল যে পাকিস্তানে নির্বাচন হবে। তাতেই মরান খানের দল কী ফল করে সেটা অবশ্যই নজরে থাকবে। তবে শাহবাজ শরিফের এই ইস্তফা কোনও নয়া ইঙ্গিত নয় বরং নিয়ম মেনেই হচ্ছে।
আগামী ১৪ আগস্ট বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে৷ পাকিস্তানের সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনও দলই যেন বেশি সুবিধা না পায় তা নিশ্চিত করতেই এমন নিয়ম। বিরোধী দলনেতা ও দেশের প্রধানমন্ত্রী মিলে ঠিক করেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন। সেখানে একমত হতে না পারলে একটি কমিটির কাছে নাম প্রস্তাব করতে হয়। সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত না হলে দেশের নির্বাচন কমিশনের তরফেই একজনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। এবার সেই প্রধানমন্ত্রী কাকে করা হবে, কোন চমক রয়েছে এখন সেটাই দেখার৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম