।। প্রথম কলকাতা ।।
Maghi Purnima 2023: হিন্দু শাস্ত্রে পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আজ মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা (Maghi Purnima)। এই পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। চলতি মাসের ৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজকে মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে। দেশজুড়ে এই বিশেষ তিথিতে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের প্রতি পুজো নিবেদন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘী পূর্ণিমার এই পবিত্র তিথিতে সমস্ত স্বর্গবাসী দেবতারা পৃথিবীতে নেমে আসেন। আর তারপর গঙ্গা নদীতে (Ganga River) অধিবাস করেন তাঁরা।
জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, মাঘী পূর্ণিমা বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই পূর্ণিমা তিথিতে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করে। তাই বলা হয় যদি কোন ব্যক্তি সূর্য ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত যেকোনো ধরনের সমস্যায় ভোগেন তাহলে তিনি মাঘী পূর্ণিমায় গঙ্গাস্নান করলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও মাঘ মাসকে ঋতু পরিবর্তনের মাসও বলা হয়ে থাকে। কারণ এই মাস শীতের অবসান ও গ্রীষ্মের আগে বসন্তের আগমনকে চিহ্নিত করে।
মাঘী পূর্ণিমায় করণীয় কী?
এই পবিত্র মাঘী পূর্ণিমার তিথিতে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময়কালে পুণ্যস্নান ও দান ধ্যান করা যেতে পারে। এই দিনে মিষ্টি, ফল, খাদ্যশস্য দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই তিথিতে অশ্বত্থ গাছের পুজোকে অত্যন্ত শুভ বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা। কারণ তাদের বিশ্বাস অনুযায়ী, ভগবান বিষ্ণু এই দিন অশ্বত্থ গাছে বসবাস করেন। কাজেই মাঘ মাসের এই পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছে দুধ জল একসঙ্গে মিশিয়ে তারপর ছিটিয়ে দেওয়া হয়।
এছাড়াও মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। সকাল সকাল গঙ্গাস্নানকে পবিত্র বলে মনে করা হয়। বলা হয় মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। উল্লেখ্য, এই মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে প্রয়াগরাজে গঙ্গার তীরে জমজমাট আবহাওয়া। কারণ যে কল্পবাসীরা ছিলেন তাঁরা আজকের দিনটির জন্যই অপেক্ষা করছিলেন। এই দিনটি তাদের কাছে কল্পবাস সিদ্ধির দিন। বিশ্বাস করা হয়, এই নির্দিষ্ট দিনটিতে শুধুমাত্র গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যাক্তি বৈকুণ্ঠ লাভের মতো পুণ্য পেতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম