।। প্রথম কলকাতা ।।
Laxmi puja : বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠুর সরকারি লক্ষ্মী পুজো করা হয়। পদ্মের উপর আসেন লক্ষ্মী আধ্যাত্মিক পবিত্রতা ও অনাশক্তির প্রতীক। লক্ষ্মী হাতে প্রহরণ শুভ শক্তির প্রতীক অশুভ শক্তির বিনাশ করার জন্য। মন দিয়ে লক্ষ্মীর পুজো করলে সবার কল্যাণ ও মঙ্গল বিধান হয়। প্রতি বৃহস্পতিবার হল লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি শুভ গ্রহ। তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়।
লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলে মনে করি। লক্ষ্মীর পরিচয় শুধু এটুকুতে নয়। এক কথায় লক্ষ্মী পুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হন। শুধুমাত্র পুজোর দিনে নয় প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে ভালো। তবে বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মী দেবীর পুজোর তিথি থাকলে তা অবশ্যই পালন করুন।
বৃহস্পতিবার লক্ষ্মী পুজার দিন শুদ্ধ ভাষণে তার আরাধনা করলে অর্থ লাভ হতে পারে ব্যবসায় (Business) উন্নতি হয়। মনের মত চাকরি লাভ হয় সুখ-সমৃতি লাভ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেবী লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতিবারকে মান্য করা হয়। বৃহস্পতিবার উন্নতির জন্য হলুদ পোখরাজ, হলুদ সুতো হাতে ধারণ করা হয়। অনেকেই আবার সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পুজা করা হয়। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হল লক্ষ্মী আরাধনার দিন। লক্ষ্মী পুজোর কিছু নিয়ম রয়েছে। লক্ষ্মী পূজার সময় কখনই ঘণ্টা বাজাবেন না তুলসী (Tulsi) পাতা নিবেদন করবেন না। অন্যদিকে চেষ্টা করবেন পিতল ,তামা, কাঁসার বাসন পুজোয় ব্যবহার করতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম