।। প্রথম কলকাতা।।
Dipika Kakar: বর্তমানে সমাজটা এমন হয়ে দাঁড়িয়েছে যে কেউ ভালো ভেবে সাহায্য করতে গেলেও, সেটা খারাপ ভাবে নেয় মানুষ। তাই অনেক সময় কাউকে সাহায্য করার আগে সাতপাঁচ ভেবে তারপর এগোয় অনেকে। সম্প্রতি ননদের বিয়েতে সস্তার পোশাক পরে ট্রোলড হয়েছিলেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কর। ফের নেটিজেনদের নিশানায় অভিনেত্রী। অযথা এক যুবকের উপর রাগ দেখিয়ে ট্রোলের শিকার হয়েছেন তিনি।
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ‘দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড’ সেরেমনি থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে গাড়ির দিকে যান দীপিকা। আর তখনই হোঁচট খান অভিনেত্রী। অনুষ্ঠানে তাঁর সঙ্গে হাজির হয়েছিলেন স্বামী শোয়েব ইব্রাহিমও। যদিও ভিডিওতে তাঁকে দেখা যায়নি। কিন্তু তড়িঘড়ি গাড়ির দিকে যেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়তে যান দীপিকা। যদিও নিজেকে সামলে নেন তিনি। কিন্তু তিনি যাতে না পড়ে যান, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন এক যুবক। যদিও তার বদলে তিনি ধন্যবাদ পাননি অভিনেত্রীর কাছ থেকে। উল্টে তাঁর উপর রাগ দেখিয়েছেন এই জনপ্রিয় টেলি নায়িকা। আর সেই কথাই মাথায় ঢুকছে না নেট নাগরিকদের। প্রশ্ন, কেন এমন করলেন অভিনেত্রী?
ভিডিওটি বারবার দেখার পরও কেউ বুঝতে পারছেন না কোথায় ভুল ছিল যুবকটির! কারণ তাঁর আচরণে কোনওরকম বাজে ইঙ্গিত নজরে আসেনি। তবুও অভিনেত্রীর হাবভাব বলছে, তিনি ওই ব্যক্তিকে দূরে সরে যেতেই বলেন। আর তাঁর এই আচরণে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। ‘ছোট পর্দার জয়া বচ্চনের তকমা’ পেয়েছেন দীপিকা কক্কর।
ভিডিও দেখে একজন লেখেন, ‘এটা কে? চারটে সিরিয়াল করে নিজেকে বিল গেটস ভাবছে’। কেউ বলেন, ‘এটাই হচ্ছে ওঁর আসল চেহারা। সব সময় ভালো সেজে থাকে। অকৃতজ্ঞ কোথাকার’। একজন লেখেন, ‘এইরকম জয়া বচ্চনের মতো আচরণ কেন করছে? সাহায্যই তো করছিল লোকটা। আজকাল কারোর ভালো করা উচিত নয়’। এদিন অভিনেত্রীর আচরণে বেজায় খোঁচে গিয়েছেন নেটিজেনরা। ‘সসুরাল সিমার কা’ থেকে খ্যাতি পেয়েছেন অভিনেত্রী। বিগ বসের একটি সিজনের বিজেতা তিনি। সম্প্রতি ননদের বিয়ে করিয়েছেন। যেখানে তাঁর পোশাক নিয়ে সমালোচনা করেছেন সবাই। এবার ফের নেট নাগরিকদের নিশানায় তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম