।। সুচিত্রা রায় চৌধুরী ।।
India Germany: ভারতকে বিশ্বাস করলে রাশিয়া ঠকবে প্রমাণ করতে ময়দানে ইউরোপ৷ সামনে দুটো পথ কোনটা বাছবে ভারত? জার্মানি কেন হঠাৎ ভারতের ওপর এত আগ্রহ দেখাচ্ছে? একটা বড় ডিল ভারত চরম দক্ষতা দিয়ে বুঝে নেবে৷ ফ্রান্সের নয়া সিদ্ধান্তের ঠেলা পোহাতে হবে বার্লিনকে! চিন যেভাবে তাদের নৌবাহিনীকে আরও মজবুত করে তুলেছে ভারতের টার্গেট তার থেকে কিছু কম নয়৷ ভারতের একটা চাহিদা পূরণ করতে মুখিয়ে আছে রাশিয়া থেকে ইউরোপ৷ ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করল জার্মানি৷ ফ্রান্স তো ভারতের দীর্ঘদিনের বন্ধু, মিত্র সবটাই৷ পুরোনো স্বভাবের বশেই ভারতকে আবারও ব্ল্যাকমেল শুরু করে দিল ম্যাক্রোর দেশ৷ কিন্তু ভারত আমেরিকার চাপের সামনেও যেখানে মাথা ঝোঁকায়নি ফ্রান্স তো কোন ছাড়৷
এবার বিশ্বের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলাজ ঠিক কেন ভারতে এসেছিলেন? ভারতে এসে দিল্লির রাস্তায় দাঁড়িয়ে চা খেতেও দেখা গিয়েছিল তাঁকে৷ কূটনৈতিক মহল বলছে, বার্লিনের ভারতপ্রীতি নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না যদি না এটা যু্দ্ধের পরিস্থিতি হত? বিভিন্ন মিডিয়া খবর করছে, অত্যাধুনিক সাবমেরিনের টোপ দিয়েই ভারতকে রাশিয়ার প্রভাব মুক্ত করতে চাইছে জার্মানি৷ খুব বেশি দেরি করে ফেলল বার্লিন? নাকি ফ্রান্সের বোকামিতেই ভেসতে যাবে জার্মানির পরিকল্পনা? ভারত আদৌ সাইন করবে জার্মানির দেওয়া সাবমেরিন ক্রয়ের চুক্তি? এতটা বিশ্বাস এমূহুর্তে পশ্চিমাদের করা ঠিক হবে আদৌ?
পি-৭৫ আই সাবমেরিন প্রজেক্ট৷ এই প্রজেক্টে ভারত সর্বাধুনিক প্রযুক্তির ছয়টি কনভেনশনাল ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন কিনবে জার্মানির আগেই টোপটা দিয়ে রেখেছিল মস্কো৷ রাশিয়া আমুর- ১৬৫০ সাবমেরিন বিক্রির প্রস্তাব রাশিয়া দিয়েছে ভারতকে৷ কিন্তু এবার জার্মানি বলল, ভারতীয় নৌসেনার আধুনিকিকরণের কথা মাথায় রেখেই ৫২০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পের অন্তর্গত৷ অত্যাধুনিক ডিজেল-ইলেক্ট্রিক সাবমেরিন তেরি করতে চায় বার্লিন৷ ভারত এবার কাকে বাছবে রাশিয়া না জার্মানি৷ উত্তর হল প্রোডাক্ট৷ কোন দেশের প্রোডাক্ট উন্নত অত্যাধুনিক সেটাই তো লজিক্যালি বাছার কথা৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন সেদিক থেকে দেখতে গেলে ভারতের জার্মানির দিকেই ঝোঁকা উচিত৷ কারণ পি-৭৫ আই সাবমেরিনের প্রধান বৈশিষ্ট্য হবে এআইপি সিস্টেম বা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেম বা এআইপি৷ সাবমেরিনের একদম পেছনে প্রপেলার থাকে৷ তাকে চার্জ করার জন্য সাবমেরিনের ভিতর ব্যাটারী থাকে৷ কিন্তু যত ভালো ব্যাটারি হোক না কেন তা চলে চার থেকে পাঁচদিন৷ সেই ব্যাটারিকে চার্জ করার জন্য ডিজেল জেনারেটর থাকে। এজন্য এইধরনের সাবমেরিন গুলোকে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বলে৷
সাবমেরিন একবার জলের উপরে উঠলে তা শত্রুর চোখে পড়বেই৷ তাই এআইপি একটি এমন প্রযুক্তি যাতে জলের উপরে না উঠেই বেশ কয়েক সপ্তাহ সাবমেরিন জলের তলায়ই থাকতে পারে৷ এই প্রযুক্তি রাশিয়ার কাছে নেই তবে রয়েছে জার্মানি এবং সাউথ কোরিয়ার কাছে৷ দক্ষিন কোরিয়ার উপর জার্মানি অভিযোগ করেছে দক্ষিন কোরিয়া তাদের এআইপি সিস্টেম নকল করেছে সেক্ষেত্রে ভারতের বেছে নেওয়া উচিত জার্মানিকেই৷ কিন্তু সমস্যা স্ট্যাটেজিক পার্টনারশিপে৷ ফ্রান্স এরইমাঝে ঘটিয়ে দিল কান্ড৷ জি২০ বৈঠকের আগে ফ্রান্স বলছে ভারত রাশিয়া প্রতি অবস্থান স্পষ্ট না করলে প্যারিস কমিউনিক পত্রে সই করবে না৷ ২০২২ সালেও ফ্রান্স ভারতকে শর্ত দিয়েছিল৷ ভারত যদি রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরোধিতা করে তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পদের বিষয়ে ভারতকে সমর্থন করবে ফ্রান্স৷ তখনও ভারত ফ্রান্সের কথা কানে তোলেনি, আশা করা যায় এখনও তুলবে না৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, সেই পশ্চিমা দেশ জার্মানিকে কি এই মূহুর্তে ভরসা করে ডিল স্বাক্ষর করা উচিত হবে ভারতের? আগামী দিনে যদি কোনও জটিল শর্ত রাখে বার্লিন তখন ভারতকে অন্য পন্থা নিতে হবে৷ তাই ভারত এবার কি সিদ্ধান্ত নেবে সেটাই আসলে দেখার৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম