।। প্রথম কলকাতা ।।
Sabitri Chatterjee: ১০ বোনের মধ্যে ৯ বোনের বিয়ে হয়ে গিয়েছে। সিনেমায় সাত পাকে ঘুরেছেন বহুবার, কিন্তু বাস্তব জীবনে মনের মানুষ খুঁজে পাননি সাবিত্রী চট্টোপাধ্যায়। কেন আমার বিয়ে দিলেনা? বাবাকে প্রশ্ন করেছিলেন। একটা কারণেই বর্ষীয়াণ অভিনেত্রীর আর ছাদনাতলায় বসা হয়নি। বয়স তো কেবল সংখ্যা মাত্র। ৮৬ বছর বয়স এখনও চারতলা রোজ সিঁড়ি ভাঙেন অভিনেত্রী। পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ হয়েছিল তাও ভেস্তে গিয়েছিল! কেন জানেন? কাজ করিয়ে নিয়েও টাকা দেননি এক পরিচালক দাদাগিরিতে বিস্ফোরক সাবিত্রী চট্টোপাধ্যায়। জীবনে অনেক না পাওয়া, কষ্টের মুহুর্ত শেয়ার করলেন সকলের সঙ্গে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বহু আলোচনা হয়েছে। তিনি কেন বিয়ে করেননি, সে প্রশ্নও বার বার উঠেছে। কিন্তু এবার অভিনেত্রী এমন কী বিল্ফোরক মন্তব্য করলেন, যা নিয়ে সোশ্যালমিডিয়া রীতি মতন তোলপাড়।
বাংলাদেশের খুলনার মেয়ে তিনি। কলকাতা দেখার ইচ্ছা হয়েছিল। বাবার সঙ্গে জেদ করে শহরে এসেছিলেন। কলকাতায় এসে যে জীবন এই ভাবে বদলে যাবে সেটা নিজেই বুঝতে পারেননি। প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় টলিপাড়ায় তিনি নয় নয় করে কাটিয়ে ফেলেছেন ৬০ বছরেরও বেশি। এত বছর শুধুই কাজ করে গিয়েছেন অভিনেত্রী। আর প্রেম? বিয়ে? তা আর হয়ে উঠেনি। কারণ যাঁকেই বিয়ে করতে চেয়েছেন তিনদিনের মাথায় জানতে পেরেছেন সে বিবাহিত। মজার ছলে অভিনেত্রী জানিয়েছেন তাঁর বাবা তাঁকে বিয়ে দিয়ে যাননি বলেই তিনি আর নিজে পরে করেননি। পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথেও সম্বন্ধ এসেছিল কিন্তু বিয়ে আর করা হয়নি। যদিও দাদাগিড়ির মঞ্চে দেবে ঠাট্টা করে বলেন অভিনেত্রীর বাবা কড়া ছিলেন বলেই আর বিয়েটা করার সাহস পায়নি কেউ
৯০ ছুঁতে আর চার বছর বাকি তাঁর। কাজ এখনও চালিয়ে যাচ্ছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। দাদাগিড়ির মঞ্চে বিস্ফোরক মন্তব্য করেন। কাজ করিয়েও নাকি তাঁকে পারিশ্রমিক দেননি এক বিখ্যাত পরিচালক। যিনি আবার বাঙালিও। সাবিত্রী দাবি করেছেন একটি ছবিতে কাজ করিয়ে তাঁকে টাকা দেননি বিকাশ রায়। ১৯৮৭ সালে মৃত্যু হয় যাঁর। টাকা না দেওয়ার প্রসঙ্গ টেনে এনে তাঁর নামই নিলেন বর্ষীয়ান অভিনেত্রী। মহানায়ক উত্তমকুমারকে ব্যক্তিগত ভাবে নাকি খুবই পছন্দ করতেন সাবিত্রী। উত্তম-সাবিত্রী জুটির ছবিও দর্শকের বেশ পছন্দ ছিল।
সেই সাবিত্রি চট্টোপাধ্যায় বয়সের ভারে আর টানা কগাজ করতে পারেন না। সম্প্রতি দাদাগিরি ১০ -এ খেলতে এসেছিলেন টিম প্রধান। সেখানেই খেলার ফাঁকে নানা মজার ঘটনা ভাগ করে নেন সাবিত্রী চট্টোপাধ্যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম