।। প্রথম কলকাতা ।।
Rohit sharma: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে ভারত। রোহিতের নেতৃত্বে ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। কেটেছে ১১ বছরের আইসিসির ট্রফি না পাওয়ার খরা। ফাইনাল প্রোটিয়াদের হারানোর পর আবেগ ধরে রাখতে পারেনি বিরাট-রোহিত-হার্দিকরা। শনিবার ভারত বিশ্বকাপ জয়ের পর দেখা যায় হার্দিক পান্ডিয়া হাউ হাউ কাঁদছেন। রোহিত শর্মা মাটিতে বসে পড়েছেন। মহম্মদ সিরাজের চোখে জল। বিরাট কোহলি চোখ মুছছেন। গোটা দলটাই যেন আবেগে ভাসছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে পিচের মাটি খাচ্ছেন রোহিত শর্মা। রোহিতের এই কাণ্ডের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে টেনিস তারকা নোভাক জোকোভিচের। তিনি উইম্বলডন জয়ের পর কোর্টের ঘাস খেয়েছিলেন। অনেকেই বলছেন তবে রোহিত কি জোকোভিচকে নকল করেছিলেন? যদিও এই ঘটনার কারণ জানালেন ভারত অধিনায়ক স্বয়ং। এদিন বিসিসিআই একটি ভিডিও প্রকাশ করে সেখানেই রোহিত এই ঘটনার কারণ জানিয়েছেন।
রোহিত বলেন, “কোনও কিছু আগে থেকে ঠিক করা ছিল না। আমার যেমনটা মনে হয়েছে, আমি ঠিক তেমনটাই করেছি। আমি সেই মুহূর্তটা উপভোগ করছিলাম। ওই পিচ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি কোনদিন ভুলতে পারব না। তাই এর একটু অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম।”
https://x.com/BCCI/status/1807980113985757365
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম