।। প্রথম কলকাতা ।।
শেখ হাসিনার পায়ের কাছে কেন বসলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী? যে ছবি ভাইরাল সেটাই কি সত্যি? ঋষি সুনকের সঙ্গে বাংলাদেশের জি২০ মাঝে কোন বড় ডিল হল? ফ্রান্সের ম্যাঁক্রোকে হাসিনা যা উপহার দিলেন তা মনে রাখতে হবে। শেখ হাসিনা বাংলাদেশকে কোন উচ্চতায় পৌঁছচ্ছেন সেটার জন্য এই একটা ছবিই কাফি? অবশ্য ক্রেডিটের ৫০ শতাংশ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকেরও। জি২০ তে যেখানের একের পর এক ডিল স্বাক্ষরে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদী সেখানে শেখ হাসিনাও যেন বাংলাদেশের হয়ে বড়সড় ছাপ রাখলেন। তাও আবার সরাসরি জি২০র সদস্য না হওয়া সত্ত্বেও।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক হাসিনার পায়ের কাছে কেন বসলেন? এমন কী কথা বললেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? যে ছবি জি২০র মাঝে ভাইরাল হয়েছে সেটা যে ভুয়ো নয় তা পরিস্কার। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ শক্তপোক্ত এটাই তার প্রমাণ তবে সুনকের এমন ব্যবহার যেন নজির তৈরি করে দিল এবার ভারতের মাটিতে। জি২০র মাঝে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে দুদেশের দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হয়। আর সেখানেই শেখ হাসিনা যাতে চেয়ারে বসে বসেই কথা বলতে পারেন তার জন্য এক হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন সুনক। তাঁর এই ব্যবহারকেই সাধুবাদ জানিয়েছেন সকলে। বয়সে বড়দের কীভাবে সম্মান দিতে হয় তা ঋষি সুনকের কাছ থেকে শেখা উচিত এমনটাই বলছেন নেটিজেনরা। অনেকে আবারও এটাও বলছেন ঋষির কোনও অহং বোধ নেই বড় মানুষরা এমনই হন।
এক্ষেত্রে কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এর থেকে সুনকের চারিত্রিক দিক যেমন প্রকাশ হচ্ছে সেসঙ্গে এটাও প্রমাণিত হল বাংলাদেশ ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঠিক কতটা গুরুত্ব রয়েছে ব্রিটেনের কাছে। এদিকে ভারতের সঙ্গে হয়ত খুব শীঘ্রই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারেন ব্রিটেন। মোদীর সঙ্গে বর্তমান সমস্যাগুলো মেটানোর জন্য রীতিমত কথাবাত্রা হয়ে গেছি দুটো দেশের। ফ্রান্সের ম্যাঁক্রো বাংলাদেশে গেলেন শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর কোন খবর বেরিয়ে এল দুই রাষ্ট্রনেতার মিটিং কি ফলপ্রসূ হল আদৌ? তথ্য বলছে ১৯৯০ সালে ফ্রান্সের ততৎকালীন প্রেসিডেন্ট ফ্রান্সোয়া মিঁতেরার পর ইমানুয়েল ম্যাঁক্রোর ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে দ্বিতীয় সফর এলেন। আর সেই ম্যাঁক্রোর আপ্যায়নে কোনও ত্রুটি রাখল না ঢাকা। ফ্রান্সের প্রেসিডেন্টকে তিনটি বই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জানা গিয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি স্যাটেলাইন ও উড়োজাহাজ বিষয়ে এয়ারবাসের সঙ্গে দুটো বাংলাদেশের স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য স্বাক্ষর করা হয়েছে দুটো ডিলে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম