।। প্রথম কলকাতা ।।
Tollywood: কেন নিজেদের কোনও সন্তান নেননি দেবলীনা-তথাগত? বিচ্ছেদের পর অভিনেত্রী ফাঁস করলেন বড় সত্য। তথাগত চাননি, নাকি দেবলীনার আপত্তি? সাড়ে সাত বছরের বিবাহিত কেন এলনা সন্তান? আচ্ছা সন্তান থাকলে কি আলাদা হত পথ? কোথাও কি আফশোস করছেন দেবলীনা দত্ত? মুখ খুলেই, অভিনেত্রী দিলেন বড় বয়ান।রাখঢাক না রেখেই জানালেন মনের কথা। ঠিক কী বলেছেন দেবলীনা? শুনব সবটাই।
দীর্ঘ সময় লিভ ইন, তারপর সাড়ে সাত বছরের বিবাহিত জীবন ছিল দেবলীনা-তথাগতর। তাদের মাখো মাখো প্রেমের চর্চা ছিল গোটা টলিউডে। এখন অবশ্য সেই প্রেম ভেঙে খান খান। আজ প্রায় বছর দুই আলাদাই রয়েছেন তারা। তবে সাড়ে সাত বছরের বিবাহিত জীবনে সন্তান না আসাটা নেটিজেনদের কাছে একটা বড় প্রশ্ন? সন্তান থাকলে কি তারা আলাদা হতে পারতেন? অভিনেত্রী দিলেন চমকে দেওয়ার মত জবাব।
দেবলীনা বারবার জানিয়েছেন, তথাগতর সঙ্গে কাটানো ন’টা বছর তার জীবনের সবচেয়ে মধুর সময়। তবে আলাদা হওয়াটা তাদের ভাগ্যে ছিল। আর যদি সন্তান থাকত? তাহলেও কি বিচ্ছেদের পথেই হাঁটতেন তারা? একটুও না ভেবেই জবাব দিলেন দেবলীনা। স্পষ্টই জানালেন, সন্তান থাকলেও আলাদা হতেন তারা। তবে কি এই ভাবনা থেকেই সন্তান নেননি তারা? তারও উত্তর দিলেন অভিনেত্রী।
সাফ কথাতেই জানালেন, সন্তান নেওয়ার গরজ তাদের কারোরই ছিলনা। দুজনের কারোরই ইচ্ছে হয়নি। তারা চারপেয়েদের নিয়েই এত খুশি ছিলেন যে, সন্তানের অভাবটা কোনোদিনই বোধ করেননি। তবে তথাগত চাইলে নাকি দেবলীনা সন্তানের জন্ম দিতেন। তাকে সুন্দরভাবে মানুষও করতেন। এমনকি আলাদা থাকলেও তারা কিন্তু ভালো পেরেন্টস হতেন বলেই ধারণা দেবলীনার।
বিচ্ছেদ হলেও আজও তারা ভালো সম্পর্ক বজায় রেখেছেন। দেবলীনার জীবনের একটা কঠিন সময়ে পাশে থেকেছেন তথাগত। ন’ বছর বয়সে বাবাকে হারানো থেকে বিয়ের মন্ডপে বর না আসা—দেবলীনার জার্নি যেন একটা সিনেমার গল্প। বউ সেজে বসেছিলেন তিনি। আত্মীয়, পাড়া প্রতিবেশী, নিমন্ত্রিতরাও হাজির ছিলেন। কিন্তু বর আসেনি। সমাজের কথায় লগ্নভ্রষ্টা হয়েছিলেন তিনি। ভেঙেও পড়েছিলেন। আর এই পুরো সময়টা তাকে সামলে ছিলেন মা আর তথাগতই। সেই তথাগতের সঙ্গে আজ তার বৈবাহিক সম্পর্ক নেই বললেই চলে।
এখন দেবলীনার দিন কাটছে তার সারমেয়দের নিয়েই। চারপেয়েদেরই সন্তানের মত বড় করছেন অভিনেত্রী। সেই সন্তানদেরই কো-পেরেন্টিং করেন দেবলীনা-তথাগত। সেই সন্তানরা কারা? নাম কী তাদের? তাদের নাম চেরি-মোগলি। আর একজন ছিল বাঘিরা। বাঘিরাকে আহত অবস্থায় উদ্ধার করেছিলেন তারা। সেই সময় খোড়া ছিল সে। এখন অবশ্য বাঘিরা আর পৃথিবীতে নেই। এখনও নাকি এই পোষ্যদের নিয়ে কথা হয় দেবলীনা-তথাগতর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম