।। প্রথম কলকাতা ।।
Kajol: নিজের সোশ্যাল পেজে একটি পোস্ট করলেন কাজল। লিখলেন জীবনের কঠিনতম সময়ের মুখোমুখি আমি। তারপরই শোরগোল বলিউড জুড়ে। মন খারাপ নেট পাড়া সব সময় হাসি খুশি থাকা বলিউডের সিমরান হঠাৎ মন খারাপ করা পোস্ট করলেন কেন? কী হয়েছে অভিনেত্রীর? কেন কালো পোস্টে কঠিন সময়ের ইঙ্গিত দিলেন কাজল? একরাশ প্রশ্ন ঘোরাফেরা করছে সমাজ মাধ্যমে বিটাউনে ঝড় তুলে শুধু জ্বলজ্বল করছে একটি পোস্ট জীবনের খুব কঠিন সভার মধ্যে যাচ্ছি অভিনেতা অভিনেত্রী হলেও সেও আলাদা একজন মানুষ, জীবনে চড়াই উৎরাই থাকবেই। কিন্তু হঠাৎ করে কী এমন হলো কাজলের যে এহেন অবস্থা? ভয়ঙ্কর বিপদে পড়েছেন অভিনেত্রী? তিনি নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী। শুধু তাই নয়, একের পর এক হিট। ছবির কেরিয়ারে যখন টপে তিনি,তখনই বিয়ে করেন অজয়ের সঙ্গে।
তাতে কিন্তু বিন্দুমাত্র প্রভাব পড়েনি তাঁর গ্ল্যামার জগতে। তবে আজ কী হল? অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে একরকম চিন্তিত সকলে। বিদায় নিলাম… এই পোস্টটি করেই শোরগোল ফেলে দিয়েছেন তিনি। লিখলেন, ‘জীবনের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আপনাদের থেকে কিছু সময়ের জন্য বিদায় নিলাম। ‘ কাজলের এই পোস্ট দেখে চিন্তিত অনুরাগীরা। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই সকলে তাঁকে শান্ত থাকতে বলেছেন।
কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন সব পোস্ট। ফলেই কপালে ভাঁজ অনুরাগীদের। নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন কাজল। মাঝেমধ্যেই ছেলেমেয়ের সঙ্গে ছবি শেয়ার করতেন। নিজের নতুন ছবি সংক্রান্ত আপডেট দিতেন। তাহলে হঠাৎ কী হল? তাহলে কি স্বামী অজয়ের সঙ্গেই সমস্যা? এমনিও তব্বু এবং অজয়ের বন্ধুত্ব দেখে অনেকেই ঠোঁট বাঁকান। সেই সূত্র নয় তো? এখনও কিছুই পরিষ্কার নয়। তবে, সকলেই অভিনেত্রীর উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন।
তবে হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি সরিয়ে দেওয়ার সঙ্গে অবাক করা একটা পোস্ট জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সবে ভেবেছিলেন হয়তো ব্যক্তিগত পরিসরে হঠাৎ কোনো সমস্যা হয়েছে অভিনেত্রীর। তবে সমস্ত ছবি সরিয়ে নেওয়ার কারণ খোলসা করলেন কাজল। শেয়ার করে নিলে নিজের নতুন ওয়েব সিরিজের মোশন পোস্টার। ডিজনি প্লাস হটস্টারে আসছে কাজলের নতুন ওয়েব সিরিজ দা ট্রায়াল। আর সেই সিরিজের প্রচারের জন্যই সোশ্যাল মিডিয়ার সমস্ত ফটো আর্কাইভ করে নিয়েছিলেন কাজল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম