।। প্রথম কলকাতা ।।
Gautam Gambhir: ভারতকে ভেঙে খানখান করার স্লোগান! গৌতম গম্ভীরের ক্ষেপে যাওয়ার আসল কারণটা জানেন? এশিয়া কাপে কাদের দিকে আসলে মধ্যমা দেখিয়েছিলেন গম্ভীর? ফেক নিউজে কান না দিয়ে সত্যিটা জানুন। মাত্র ৭ সেকেন্ডের এক ভিডিও ক্লিপ আর তাতে ঝড় বয়ে যাচ্ছে গোটা দেশজুড়ে। আজকের ভিডিওর শেষে আপনিই ঠিক করবেন গৌতম গম্ভীরের জায়গায় আপনি থাকলে কী করতেন? এশিয়া কাপে শনিবার ক্যান্ডির মাঠে ছিলেন গম্ভীর ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে গ্যালারিতে এসেছিলেন গম্ভীর। সেই সময় বেশ কিছু পাকিস্তানি সমর্থক তাঁকে কটূক্তি করেন বলে অভিযোগ। এর পর তাঁদের না কি মধ্যমা দেখান গম্ভীর। অন্তত ভিডিওতে তাই দেখা যাচ্ছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রথম কলকাতা।
Here is the real audio clip you can clearly listen to what they are saying.#GautamGambhir pic.twitter.com/M7tZukavRX
— Sidha_memer (@Sidha_memer) September 4, 2023
কেন এমন অঙ্গভঙ্গি করলেন গম্ভীর? তাঁকে এমন কী বলা হচ্ছিল ওপাশ থেকে? এরপরই নেটমাধ্যমে শোনা যায় এপাশ থেকে নাকি কোহলির ভক্তরা চিৎকার করছে। দাবি করা হয় সেটাই সহ্য করতে না পেরে নাকি মধ্যমা বা মিডল ফিঙ্গার দেখিয়েছেন তিনি। কিন্তু এবার প্রকাশ্যে এল সত্যিটা। বিশ্বকাপজয়ী ক্রিকেটার নিজেই দেন এর উত্তর কী বলেছেন গম্ভীর সেটা জানান আগে আসল ভিডিওটা দেখুন। এরপরই মুখ খোলেন গম্ভীর তিনি মিডিয়াকে জানান ওপাশ থেকে স্লোগান আসছিল ভারত মূর্দাবাদ। পাকিস্তানের কিছু সমর্থক ভারতবিরোধী কথা বলছিল কাশ্মীর নিয়ে মন্তব্য করছিল তারা। ভারতীয় হিসাবে সেই আচরণ মেনে নিতে পারিনি। আমার দেশের সম্পর্কে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল সেটার কারণেই আমি ওই আচরণ করি।
একইসঙ্গে তিনি এটাও জানান সোশ্যাল মিডিয়ায় যা দেখানো হচ্ছে সেটা সবসময় সত্যি হয় না। শুধু তাই নয়
নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গম্ভীর জানিয়েছেন, “একটা মিথ্যা গোটা পৃথিবীর অর্ধেকটা ঘুরে আসতে পারে অন্যদিকে, সত্যিটা জুতোয় চাপা থাকে যা মনে হচ্ছে, বিষয়টি মোটেই সেরকম নয় আমি যা প্রতিক্রিয়া দেখিয়েছি, সেটা যেকোন ভারতীয়ই করবে। যখন দেশ বিরোধী স্লোগান দেওয়া হয় আমি আমার দেশ, প্লেয়ারদের ভালবাসি” একজন ভারতীয় হিসেবে আপনার সামনে এধরণের স্লোগান দেওয়া হলে আপনি কী করতেন?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম