।। প্রথম কলকাতা ।।
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী তাতার মুসলিম। ব্যক্তির পরিচয় চমকে দেবে। জেলেনস্কির স্ত্রীয়ের ঘনিষ্ঠ নতুন ডিফেন্স মিনিস্টার। বিপদের বন্ধুকে সরিয়ে দিলেন জেলেনস্কি, কেন? যুদ্ধে সত্যি কি নতুন দিশা আসবে? নতুন প্রতিরক্ষামন্ত্রী কেন তাতার মুসলিম? কেন তাঁকেই বাছলেন জেলেনস্কি এতদিনের পরিশ্রমের ফল পেলেন না ইউক্রেনের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। হঠাৎ তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দিলেন জেলেনস্কি। নতুন প্রতিরক্ষামন্ত্রীর পদে বসানো হল রুস্তম উমেরভকে। কে এই রুস্তম উমেরভ? তাঁকে হঠাত এতটা বিশ্বাস কেন জেলেনস্কির?
যুদ্ধের এই আপডেটটা জানাটা আপনার জরুরি। কারণ নয়া প্রতিরক্ষামন্ত্রীর স্ট্র্যাটেজি ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড়। জেলেনস্কির স্ত্রীর সঙ্গে সৌদি কেন গিয়েছিলেন রুস্তম উমেরভ? জানা যাচ্ছে রুস্তম উমেরভ ৪১ বছর বয়সী ক্রিমিয়ার তাতার বংশোদ্ভূত। এই তাতাররা সুন্নি মুসলমান। তাদের পূর্বপুরুষদের বসবাস ছিল ক্রিমিয়া উপদ্বীপে। ২০১৪ সালে উপদ্বীপটি ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। রুস্তমের পূর্বপুরুষ একসময় ক্রিমিয়ায় বসবাস করত, তবে ১৯৪৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্তালিনের নির্দেশে১ লাখ ৮০ হাজার তাতারকে ক্রিমিয়া থেকে উজবেকিস্তানে নির্বাসনে পাঠানো হয়। ফলে চলে যেতে হয় রুস্তমের পরিবারকেও রাশিয়ার বিরুদ্ধে সেই ক্ষোভের আগুন কি আজও বুকে জ্বলে রুস্তমের? যা যুদ্ধের মাটিতে কাজে লাগাতে চান জেলেনস্কি?
রুস্তমের মোট পাঁচটি ভাষায় দখল রয়েছে ইউক্রেনীয়, তাতার, রুশ, তুর্কি ও ইংরেজি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ফিউচার লিডারস এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে ১৯৯৮ সালে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় তাঁকে। এরপর তিনি ইউরোপিয়ান ইয়ুথ পার্লামেন্টে যোগ দেন ২০২০ সাল থেকে ইউক্রেন সরকারের একটি টাস্কফোর্সের সদস্য রুস্তম উমেরভ। ক্রিমিয়ায় রাশিয়ার দখলদারত্বের অবসানের কৌশল নির্ধারণে কাজ করছে এই টাস্কফোর্স। ২০২২ সালের সেপ্টেম্বরে রুস্তম হন ইউক্রেনে ইউরোপপন্থী হোলোস পার্টির একজন আইনপ্রণেতা। রুস্তম এমন কী করার ক্ষমতা রাখেন যা অন্যরা রাখেন না। বিশেষজ্ঞদের দাবি একজন ঠান্ডা মাথার মধ্যস্থতাকারী হিসেবে তার নামডাক রয়েছে। গত বছর যুদ্ধ শুরুর পর মার্চে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেছিল ইউক্রেনের একটি প্রতিনিধি দল। ওই দলের সদস্য ছিলেন রুস্তম উমেরভ। কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্যবাহী জাহাজ চলাচল জারি রাখতে আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দী বিনিময়ের আলোচনায়ও ভূমিকা রয়েছে তাঁর। মার্চে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কি। তাঁর সঙ্গীদের মধ্যে ছিল রুস্তমের নামও। তবে যে ওলেকসি রেজনিকভের নেতৃত্বে রাশিয়ার মতো দেশকে রুখে দিতে পেরেছিল লিলিপুট ইউক্রেন সেই রেজনিকভকেই সরিয়ে দিলেন। জেলেনস্কি এটা সত্যি ন্যায়বিচার হল?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম