।। প্রথম কলকাতা ।।
Dev: সরস্বতী পুজোর দিন সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা দেব। কী করেছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। অনেকে হয়তো ভাবছেন, ছবি তো হামেশাই তারকারা পোস্ট করে থাকেন নেট মাধ্যমে। এতে আর নতুনত্ব বা অবাক হওয়ার কী রয়েছে? কিন্তু হঠাৎ করে যদি আপনার প্রিয় অভিনেতাকে একজন সাধুর বেশে দেখতে পান, তাহলে অবাক হবেন না? হ্যাঁ, এদিন একজন সাধুর মুখ পোস্ট করেছেন দেব (Dev)। যার সারা মুখে ভস্ম মাখা, কপালে সিদুরের লম্বা তিলক, আর লম্বা চুলের সঙ্গে রয়েছে এক মুখ দাঁড়িগোঁফ। আর এই ছবি দেখেই অনেকের প্রশ্ন জাগে, কে ইনি? ইনি কি অভিনেতা দেব? নাকি অন্য কেউ?
‘আনন্দবাজার অনলাইন’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আচমকা সরস্বতী পুজোর দিন ছবিটি দেখে অনেকেই ঘাবড়ে যান। ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘অনেক লড়াইয়ের পর দু’শো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল স্বাধীনতা। আর সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা অনেক বীর যোদ্ধাদের পেয়েছি। তাঁদের মধ্যে অন্যতম সংগ্রামী ‘বাঘাযতীন’-এর গল্প নিয়ে আসছি এই পুজোতে’।
অতএব এই বছরের পুজোতে আসছে ‘বাঘাযতীন’ (Bagha Jatin)। তাহলে কি এটা দেব? ছবিতে অভিনেতার এটা কি কোনও লুক? কারণ ছবিটি চেনা বড়ই কঠিন। প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অরুণ রায় জানিয়েছেন, ‘এখন কোনওকিছুই বলা যাবে না। শুধু এটুকুনি বলব, এটা একটা বিশেষ ছদ্মবেশ। যাঁরা ইতিহাস জানেন, তাঁরা ঠিক বুঝতে পারবেন বাঘাযতীনের জীবনে কখন এই ছদ্মবেশের ব্যবহার হয়েছিল’। দেবের এই বিশেষ লুকের পেছনে হাত রয়েছে শিল্পী সোমনাথ কুণ্ডুর। এই ছবির দরুন এক নতুন জুটি পেতে চলেছে ইন্ডাস্ট্রি। সম্প্রতি ‘বাঘাযতীন’ ছবিতে তাঁদের লুক প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে যে ছবি অভিনেতা এদিন শেয়ার করেছেন সেরকম লুকে তাঁকে এর আগে দেখা যায়নি। ‘ধুমকেতু’র সময় দেবের বয়স্ক লুক ঠিক যেভাবে শোরগোল ফেলেছিল, এদিন তাঁর এই ছবি রীতিমতো হইচই ফেলেছে নেট মাধ্যমে।
View this post on Instagram
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম