।। প্রথম কলকাতা ।।
Bengali serial: কে প্রথম কাছে এসেছি-র মিহি কে দেখেছেন তো? এইটুকু বয়সেই মুখস্থ শিব, দূর্গা আর সরস্বতীর মন্ত্র। ছোট্ট মিহি কিন্তু মারাত্মক ট্যালেন্টেড। বাজাতে পারেন পিয়ানোও। ঠাকু্রের প্রতিও অগাধ ভক্তি তার। এইটুকু বয়সেই নিয়ম করে পুজো দেয় সে। করে মন্ত্রপাঠ। মিহি কিন্তু কলকাতার মেয়ে নয়, কোথাকার মেয়ে মিহি? কত বয়স মিহির? কী তার আসল নাম? অভিনয়েই বা সে এল কীভাবে? জানতে ইচ্ছে করছে খুদে মিহির পরিচয়? তাহলে আর দেরি কেন? চলুন শুনে নিই
ছোট প্যাকেট বড় ধামাকা বললেও কম বলা হয় তাকে। তার বয়স নাকি মাত্র ৩ বছর ১০ মাস। যদিও তার অভিনয় দেখে কি বোঝা যায় সেটা? এই কটা দিন তো পর্দায় এসেছে, তার মধ্যেই সবার উপর জাদু করেছে যেন। জানেন কী ভাবে এই ধারাবাহিকে সুযোগ পেল ছোট্ট মিহি? জানতে ইচ্ছে করে না, পড়াশোনার সাথে কীভাবে শুটিং ম্যানেজ করছে সে? তার বাড়িই বা কোথায়?
যেদিন থেকে সিরিয়াল শুরু হয়েছে সেদিন থেকেই চর্চায় চলে এসেছে মিহি। যদিও তার আসল নাম কিন্তু রাধিকা কর্মকার। বাড়ি তার দূর্গাপুর। আপনার বাড়িও যদি দূর্গাপুরে হয় তাহলে তো চিনেও থাকতে পারেন এই খুদেকে।
এইটুকু বয়সেই কিন্তু কাজটা সে দারুণ এঞ্জয় করেই করছে। কাজ বুঝতে কোনও অসুবিধা হচ্ছে কি না জিজ্ঞেস করলে রাধিকার পরিস্কার জবাব, ‘আমার কোনও অসুবিধা হচ্ছে না’। এমনকি তার নাকি মেকআপ করতে খুব ভালো লাগছে। ভাবুন তো, ঐটুকু বাচ্চার নাকি মেকআপ করতে ভালো লাগে! অবশ্য আজকালকার বাচ্চারা যা অ্যাডভান্সড তাতে এটা খুব একটা অস্বাভাবিকও নয় যদিও। আপনার বাড়িতেও আছে নাকি এমন খুদে?
জানা গেল, রাধিকার কাছে এই সুযোগটা এসেছিল দাদাগিরি থেকে। দেখুন তো বলতেই ভুলে গেছি। এর আগে এই খুদে কিন্তু দাদাগিরিতেও গেছিল। সৌরভ তো তার কেরামতি দেখে চমকেই গেছিলেন। সেখানে তাকে দেখেই নাকি পছন্দ হয়ে যায় প্রোডিউসারের। ব্যাস, তারপর আর কী! একটা অডিশন আর সোজা সিরিয়ালে এন্ট্রি। সবাই যখন কার্টুন নিয়ে ব্যস্ত তখন কিন্তু রাধিকা চর্চা করে ঠাকুরের মন্ত্র। এই ব্যাপারটা কিন্তু বেশ ইম্প্রেসিভ, তাই না?
আচ্ছা, তো ছোট্ট রাধিকার অভিনয় করতে কেমন লাগছে? তাকে জিজ্ঞেস করা হলে, বেশ পাকা পাকা গলায় সে জানায়, তার নাকি অভিনয় করতে দারুন লাগে। বাড়িতে তো আয়নার সামনে দাঁড়িয়েই অভিনয় করতে শুরু করে দেয়। আবার নিজের ছবি দেখতেও নাকি খুব ভালোবাসে সে। ঐ সেই একটা ডায়লগ আছে না, ‘ম্যায় আপনি ফেভারিট হু’। ব্যস ওটাই সে ফলো করে আর কী!
তবে জানেন কি, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ অ্যাক্টিভ থাকে এই খুদে। তিন বছরের বয়সেই রাধিকা কিন্তু দারুণ জনপ্রিয়। তার নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। নিজে নিজেই ভ্লগ, রিলস তৈরি করে শেয়ার করে পিচ্চি মিহি। তবে ইদানিং নাকি স্কুল করতে একটু অসুবিধা হচ্ছে তার। এখন সে CRPF মন্টেসরি স্কুল দুর্গাপুরে পড়ে। লোয়ার কেজি-তে পড়ে সে। তবে শুটিং-র কারণে আর নিয়মিত স্কুলে যাওয়া হচ্ছেনা। কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। আর পড়াশোনা করলেও তো সমস্যা তাই না? সেই কারণেই শুটিং-র ফাঁকে ফাঁকেই রাধিকার হোম ওয়ার্ক করিয়ে নেন তার মা। ওদিকে বাচ্চা বলে পরিচালকও খুব একটা তাড়া দেয়না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম