।। প্রথম কলকাতা ।।
Russia Ukraine: রাশিয়া ইউ ক্রেইন যুদ্ধে ভারত কি তার অবস্থান পাল্টে ফেলল? নিরপেক্ষ নয়? তাহলে রাশিয়া নাকি ইউক্রেন কার পক্ষে ভারত? প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ফাঁস করলেন আসল সত্যিটা। মার্কিন সফরের আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন মোদী। জানিয়ে দিয়েছেন, কি চায় ভারত। যুক্তরাষ্ট্রের আশা পূরণ হলো কি? বলে বলে ছক্কা হাঁকাচ্ছে ভারতের কূটনীতি। যুক্তরাষ্ট্র সফরে মোদি বাইডেনের আলোচনায় উঠে আসবে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের টপিক? যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিল্লি ছেড়েছেন নরেন্দ্র মোদি। তার আগে, একটা বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে কী বলেছেন ভারতের প্রধানমন্ত্রী? এখন এটাই আলোচনার হট টপিক। জানিয়ে দিলেন কোন পক্ষে ভারতের সায়? ইউক্রেন নাকি রাশিয়া? বললেন, ভারত এই যুদ্ধে নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে।
ঠিক, গোটা বিশ্বই ভারতের অবস্থানের বিষয়ে অবগত। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশ্বাস তাঁরা ভারতের অবস্থান বুঝতে পারছে, ভারত শুধু শান্তি চায়। ভারতের এই নীতির ওপর পূর্ণ আস্থা আছে সবার, দাবি তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক কি বলেছেন জানুন, ভুলটা ভেঙে যাবে “ইউক্রেন যুদ্ধের ইস্যুতে অনেকেই মনে করেন যে ভারত নিরপেক্ষ, কিন্তু বিষয়টা সেরকম নয়। আসলে, ভারত শান্তি প্রিয়, শান্তির পক্ষে।” মোদি আরও বলেন, “যুদ্ধ বন্ধে ভারত যথা সম্ভব ভূমিকা পালন করতে প্রস্তুত।” গতবছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা শুরু করেছিল রাশিয়া। তারপর থেকে প্রায় দেড় বছর অতিক্রান্ত। এখনও সেই যুদ্ধ অব্যাহত। এদিকে এই যুদ্ধের মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মোদীর। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও মুখোমুখি বৈঠকে বসেছিলেন মোদী। ভারত কিন্তু অনবরত এই যুদ্ধ বন্ধের ডাক দিয়ে এসেছে। আমেরিকা বা তার মিত্র দেশগুলোর মতো রাশিয়ার বিরোধিতা করেনি ভারত। বরং সূক্ষ্ম কূটনৈতীতির মাধ্যমে ভারসাম্য বজায় রেখেছে নয়া দিল্লি।
এরই মাঝে দেশের স্বার্থে রাশিয়ার থেকে সস্তায় জ্বালানি তেল কিনে চলেছে ভারত। অন্যদিকে জেলেনস্কির আবেদনে ইউক্রেনকে একাধিবার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মোদী সরকার। এর থেকে একটা বিষয় পরিষ্কার, ব্যালেন্স করতে জানে ভারত। তবে, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ হলো কি? যখন মোদির ওয়াশিংটন সফর নিয়ে চারিদিকে এত কথাবার্তা হচ্ছে, এত লেখালেখি হচ্ছে, আন্তর্জাতিক বিশ্ব যখন মোদির এই সফরের দিকে তাকিয়ে তখন যুক্তরাষ্ট্র আশা করেছিল, বলা ভালো এই পরিস্থিতিতে আমেরিকা চাইছিল, ভারত রাশিয়ার বিরুদ্ধে কিছুটা হলেও সরব হবে। কিন্তু, ভারত কোনও কিছুতেই প্রভাবিত না হয়ে স্বাধীন বিদেশ নীতি অবলম্বন করে চলেছে। এটাই ভারত, নতুন বিশ্বক্ষমতার রাজনীতিতে নিরপেক্ষ থাকার কঠিন ব্রত ভারতের। তবে বিশেষজ্ঞদের মতে কূটনীতির এই ট্রাপিজের খেলা ভারতের জন্য এক কঠিন প্রচেষ্টা। তবুও, ভারতের চেষ্টায় কোনো ত্রুটি নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম