।। প্রথম কলকাতা ।।
পরপর দুই ম্যাচে ঘানা ও উরুগুয়েকে হারিয়ে একপ্রকার শেষ ষোলো নিশ্চিত করেছে রোনাল্ডোর পর্তুগাল। বাকি তিনটি দলের মধ্যে একটি দল যাবে নক-আউটে। গ্রুপ ‘এইচ’ থেকে কোন দল যাবে শেষ ষোলোয় সেই দিকেই তাকিয়ে বিশ্ব ফুটবল। আজ ভারতীয় সময় সন্ধ্যে ৮:৩০ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। একই সময়ে অন্য ম্যাচে মুখোমুখি হবে ঘানা ও উরুগুয়ে।
এই মুহূর্তে গ্রুপ শীর্ষে রয়েছে পর্তুগাল। এই ম্যাচ জয় পেলে বা ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে রোনাল্ডোর দল। তবে হারলেও সুযোগ থাকছে পর্তুগালের কাছে। সেক্ষেত্রে অন্য ম্যাচটি ড্র হলে বা উরুগুয়ে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তাঁরা। তবে ঘানা জিতলে দুই দলেরই পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে দেখা গোল ব্যবধান যেখানে ৩ গোলে এগিয়ে রয়েছে পর্তুগাল। যদি সেখানেও সমান হয় তবে দেখা হবে কারা বেশি গোল করেছে। তারপর দেখা হবে মুখোমুখি লড়াই। যেখানে এগিয়ে পর্তুগাল। তাই একপর্যায়ে শেষ ষোলো নিশ্চিত পর্তুগিজদের।
‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ঘানা। উরুগুয়েকে হারাতে পারলেই নক আউটে চলে যাবে আফ্রিকান দলটি। অন্যম্যাচে পর্তুগাল দক্ষিণ কোরিয়ার কাছে হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশাও থাকছে ঘানার কাছে। ড্র করলেও শেষ ষোলোয় পৌঁছনোর একটা সুযোগ থাকছে। সেক্ষেত্রে পর্তুগালকে জয় পেতে হবে অথবা ড্র করতে হবে। যদি দক্ষিণ কোরিয়া যেতে তবে দেখা হবে গোল ব্যবধান। সেক্ষেত্রে সমান হলে দেখা হবে বেশি গোল কারা করেছে। এক্ষেত্রে ঘানা এগিয়ে দক্ষিণ কোরিয়ার থেকে।
দক্ষিণ কোরিয়াকে শেষ ষোলোয় পৌঁছাতে গেলে পর্তুগালের বিরুদ্ধে জিততেই হবে। শুধু জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। ঘানা ও উরুগুয়ে ম্যাচ ড্র হলে পর্তুগালের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেতে হবে। তাহলেই প্রি-কোয়ার্টারে চলে যাবে এশিয়ান দলটি। যদি ১-০ গোলে জয় পায় তবে দেখা হবে গোল ব্যবধান। সেখানে কিন্তু এগিয়ে ঘানা।
উরুগুয়ের সমীকরণটাও দক্ষিণ কোরিয়ার মতো একই রকম। ঘানার বিরুদ্ধে তাদের জিততেই হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। যদি পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া ম্যাচ ড্র হয়। তবে ঘানার বিরুদ্ধে যেকোন ব্যবধানে জিতলেই শেষ ষোলোয় পৌঁছে যাবে লুইস সুয়ারেজরা। অন্য ম্যাচে যদি পর্তুগাল যেতে সেক্ষেত্রেও ঘানার বিরুদ্ধে জয় পেলেই নক-আউটে পৌঁছে যাবে উরুগুয়ে। আর যদি দক্ষিণ কোরিয়া জেতে তবে ঘানার বিরুদ্ধে জিতলেও দেখা হবে গোল ব্যবধান। সেক্ষেত্রে এগিয়ে কোরিয়া। তাই ঘানার দুইয়ের বেশি ব্যবধানে জিততে হবে উরুগুয়েকে। তাহলেই শেষ ষোলো নিশ্চিত।