।। প্রথম কলকাতা ।।
Bengali Movie Release: নতুন রেজোলিউশন, নতুন প্ল্যানিং, নতুন চিন্তাভাবনা, নতুন স্বপ্ন, নতুন আশা-ভরসা নিয়ে আগামী বছর উদযাপনে তৈরি হচ্ছে মানুষ। আর সেইসঙ্গে মানুষদের হলমুখী করতে নতুন ভাবনায় সিনেমা নিয়ে হাজির হচ্ছে টলিপাড়া (Tollywood)। বিগত দু’বছরে করোনার কারণে হল মুখ মানুষের ভিড় সেভাবে আর চোখে পড়ে না। এখন সিনেমা দেখার জন্য ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে মানুষ। দিনের শেষে খাটাখাটনির পর আর বাইরে না বেরিয়ে যদি বাড়িতেই সিনেমার মতো ফিল পাওয়া যায়, তাহলে ক্ষতি কি! তাই দেখতে গেলে, মহামারীর জেরে একপ্রকার হলকে ভুলতে বসেছে মানুষ। এবার নতুন গল্প, নতুন ভাবনা নিয়ে নতুন বছরে হল কাঁপাতে আসছে কিছু ছবি। যেখানে নতুন চরিত্রে ধরা দেবেন পুরনো তারকারা-
কাবেরী অন্তর্ধান (Kaberi Antardhan)-
সুরিন্দরের ব্যানারে ফের পর্দায় আসছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রযোজক নিসপাল সিং রানে। মুখ্য ভূমিকায় রয়েছেন বুম্বাদা ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। নতুন বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। এটি একটি রোম্যান্টিক থ্রিলার। সত্তরের দশকের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই ছবি। সেই সময়কার টালমাটাল রাজনৈতিক অস্থিরতার পটভূমিতেই গল্প বুনেছেন কৌশিক বাবু। আগেই ছবির ঘোষণা হয়েছিল, কিন্তু মুক্তি করোনার কারণে পিছিয়েছে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন শ্রাবন্তী আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রাবন্তী। দেখার, নতুন জুটিকে কতটা ভালোবাসা দেন দর্শকরা।
চেঙ্গিজত (Chengiz)-
এই ছবিতে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎকে (Jeet)। ফের আরেকবার চেনা ভঙ্গিতে নতুন গল্পে ধরা দেবেন টলিউডের এই হার্টথ্রব। অ্যাকশন অবতারে ফের বড় পর্দায় ফিরছেন বস। ইন্ডাস্ট্রি তথাকথিত আর্ট ফিল্মের দিকে যখন ঝুঁকছে, তখন কমার্শিয়াল সিনেমা করে চলেছেন জিৎ। তাঁর অনেক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, কিন্তু তা সত্ত্বেও নিজের ধারা বদলান নি তিনি। বক্স অফিসে বেশ ঝুঁকি নিয়ে বানানো তাঁর ছবি ‘রাবণ’ হিট করেছে। এবার আগামী ছবি ‘চেঙ্গিজ’। যেখানে জিৎ-এর সঙ্গে দেখা যাবে শতাফ ফিগার, রোহিত রায়ের মত অভিনেতাদের। নায়িকা হিসেবে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এর আগেও নতুন নায়িকাদের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা, এবারও ব্যতিক্রম হয়নি। নতুন বছরেই এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সুনেত্রা সুন্দরম (Sunetra Sundaram)-
ছবিতে একজন স্কলারের ভূমিকায় দেখা যাবে পার্নো মিত্রকে (Parno Mitra)। প্রথমবার সোমরাজ মাইতির (Somraj Maity) সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। পরিচালক শিব রাম শর্মার হাত ধরে পর্দায় আসতে চলেছে এই ছবি। নারী-পুরুষ নির্বিশেষে এক দৈনন্দিন সমস্যাকে ঘিরে তৈরি এই ছবিতে নতুন ভূমিকায় ধরা দেবেন টলি পাড়ার দুই জনপ্রিয় তারকা। রাস্তায় পর্যাপ্ত শৌচাগার না থাকায় সাধারণদের যে সমস্যার মুখে পড়তে হয়, তাই নিয়ে এই ছবি। ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রূপাঞ্জনা মিত্রকে। তাঁকে আইনজীবির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। দেখার, সাধারণের ভাবনা নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে কতটা কামাল দেখাতে পারে। ছবিটি ১৮ জানুয়ারি রিলিজ হওয়ার কথা রয়েছে।
ডাক্তার বক্সী (Doctor Bakshi)-
সব সময় নতুন নতুন চরিত্রে পর্দার সামনে ধরা দেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কখনও আর পাঁচটা সাধারণ মেয়ের মত দেখা গিয়েছে তাঁকে, কখনও আদুরে বাবার বিগড়ে যাওয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কখনও আবার সন্তানের জন্য চিন্তিত মায়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে, আবার কখনও একজন বৃদ্ধার বেশে ধরা দিয়েছেন তিনি। এবার তাঁর চরিত্র লেখিকার। এই ছবির পরতে পরতে রয়েছে রহস্য-রোমাঞ্চ। ছবিতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও বনি সেনগুপ্তকেও (Bonny Sengupta)। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। যা দেখে উচ্ছ্বাসের শেষ নেই অভিনেত্রীর ভক্তদের। পরিচালনায় সপ্তাশ্ব বসু। ২০২৩-এর ২০ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবি। দেখার, হলে নতুন রূপে শুভশ্রীকে দেখতে ভিড় জমান কত মানুষ।
বাঘা যতীন (Bagha Jatin)-
নতুন চমক নিয়ে এবার রূপোলি পর্দায় ধরা দেবেন সুপারস্টার দেব (Dev)। এবারে তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভূমিকায়। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ প্রযোজিত ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায়। ছবির টিজার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে চারিদিকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে অভিনেতা লিখেছিলেন, ‘যতীন মুখার্জি হয় মারে, না হয় মরে, ধরা দেয় না। ৭৫তম স্বাধীনতার মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা’। নতুন বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবি।
পলাশের বিয়ে (Palasher Biye)-
এই ছবিতে টেলিভিশনের জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধছেন মিমি (Mimi Chakraborty)। ‘এই ছেলেটা ভেলভেলেটা’, ‘টেক্কা রাজা বাদশাহ’র মত ধারাবাহিকে দেখা গিয়েছে সোমরাজকে (Somraj Maity)। এখন ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন তিনি। এবার প্রেমেন্দু বিকাশ চাকীর এই ছবিতে মিমির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এটি একদমই পারিবারিক গল্প। হাসি আনন্দে মোরা আধুনিক সময়ের গল্প। পাশাপাশি উঠে আসবে আজকের যুগের এক সমস্যার কথাও। কিন্তু তার জন্য দেখতে হবে ছবি। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম