।। প্রথম কলকাতা ।।
Winter Fashion Tips: শীত পরতেই সবাই এখন উইন্টার আউটফিটের খোঁজ করা শুরু করে দিয়েছেন। তাঁর ওপরে এই শীতের সময়ই হাজার অনুষ্ঠান লেগেই রয়েছে। তাই কোন কোন পোশাক এই মুহূর্তে শীতের বাজার কাঁপাচ্ছে, কোনগুলি ট্রেন্ডিং, তা জানার ইচ্ছে রয়েছে সবার মধ্য়েই। এই শীতে কেমন ধরনের স্টাইলিং করা উচিত? কোথায় কেমন শোয়েটার পড়লে মানাবে ? সাথে আপনি কমফোর্টেবলও থাকবেন। চলুন এই ভিডিওতে আপনাদের কয়েকটি টিপস দিয়ে রাখি, শীতের পোশাক সংক্রান্ত।
বর্তমান ফ্যাশনে চলছে ব্লেজার। শীতের সাথে ব্লেজার যেন ওতপ্রোতভাবে জড়িত। আবার শাড়ির সাথে ব্লেজার পরার ট্রেন্ডও চলছে বেশ জোরালো ভাবেই। তবে শাড়ির সাথে ব্লেজার পরতে চাইলে এমব্রয়ডারি করা কিংবা প্যাচওয়ার্ক করা ব্লেজার আগে বেছে নিতে হবে। ভিন্ন ভিন্ন কাপড় ব্যবহার করার কারণে প্যাচওয়ার্ক করা ব্লেজার বেশ রঙিন হয়। তাই যে কোন অনুষ্ঠানে প্যাচওয়ার্ক করা ব্লেজার ব্যাবহার করা যেতে পারে। ব্লেজারের মধ্যে নতুনত্ব নিয়ে আসতে ফুল, লতা-পাতা, পাখি ইত্যাদির এমব্রয়ডারি করা হয়। যার ফলে ব্লেজার হয়ে উঠে বেশ নান্দনিক। বিভিন্ন পার্টিতে পরার জন্য স্টোন দিয়ে নানা রকমের ব্লেজার তৈরি করে নিতে পারেন৷
কোনও বিয়েবাড়ি গেলে হাইনেকের সোয়েটার পরা যেতে পারে শাড়ির সাথে। সেক্ষেত্রে শাড়ির আচল ভাঁজ করে রাখলে দেখতে বেশ লাগবে৷ সেক্ষেত্রে বেছে নিতে পারেন এক রংয়ের শাড়ি ও সেই সাথে কালারফুল হাইনেক সোয়েটার। বিভিন্ন নকশার সোয়েটার ও কালেকশন করতে পারেন, ফলে সবার নজর আপনার সোয়েটার উপরেই যাবে ৷
হালকা শীতে সুতির হুডি জ্যাকেট নয়তো ডেনিম জ্যাকেটই উপযুক্ত। এমন পোশাকে গায়ে শীতের হিমেল বাতাস যেমন লাগবে না, তেমনই স্টাইলিংও হবে ষোল-আনা। তাই ফ্যাশনেবল হয়ে উঠতে এই শীতে এক-দুটো হুডি জ্যাকেট রাখতেই হবে কালেকশনে। ডেনিম প্যান্টের সঙ্গে এই ধরনের জ্যাকেট দেখতে বেশ লাগবে।ডেনিম জ্যাকেটও এবছর ট্রেন্ডিং। ট্যাংক টপের উপরে এই ধরনের জ্যাকেট পরলে দেখতে কুল লাগবে বৈকি! তাই শপিং লিস্টে থাকুক এই আউটফিটটি। কলেজ গেলে বা বন্ধু দের সাথে টুকটাক ঘুরে বেরোলে এরকম ড্রেস পড়তেই পারেন।
শীতের মরশুমে আপনার সঙ্গী হতে পারে কো-অর্ড সেট। এই ধরনের আউটফিটে আপনাকে যে সুন্দর দেখতে লাগবে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না।ফুল স্লিভ টপ এবং ফ্লেয়ার প্যান্টের কো-অর্ড সেট এই শীতে ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। তাই এমন একটি আউটফিট সেট আপনার সংগ্রহে থাকা চাই-ই চাই! প্রিয় মানুষটির সাথে ডেটে গেলে এরকম আউটফিট চুজ করতেই পারেন।
জিন্স বা হাঁটু ঝুল স্কার্টের সঙ্গে মানানসই সোয়েটার পরলে মন্দ লাগবে না। নিউ ইয়ারের পার্টিতে ছোট ঝুলের ড্রেস পরতেই পারেন। কিন্তু পায়ে তো ঠান্ডা লাগবে। তখন সব কায়দাই মাঠে মারা যাবে। এই ধরনের পোশাকের সঙ্গে পরতে পারেন স্টকিংস। বিভিন্ন রঙের এবং দামের স্টকিং মিলবে অনলাইনে।
আগেকার দিনে যেমন ড্রেস বা শাড়ির উপর লম্বা কোট পরার চল ছিল, সেই পুরনো ফ্যাশনই এখন আবার ‘ইন’। যে কোনো পোশাকের সঙ্গেই গাঢ় রঙের কোট ভালো মানায়। তাই এমন একটি পোশাক সংগ্রহে রাখাই যায়।
খোলা ছাদে বা নৌকার খোলা ডেকের উপর পার্টি করলে মাথায় ঠান্ডা লাগার ভয় থেকেই যায়। পোশাকের সঙ্গে মানানসই বাহারি টুপি পরলে কিন্তু দুইদিকই সামলানো যায়। তাই বেছে নিন বাহারি টুপি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম