।। প্রথম কলকাতা ।।
Weather Update: ফের গুমোট গরমে যখন অতিষ্ঠ রাজ্যবাসী। তখনই আবহাওয়ার অশনি সংকেত। দুই সাগরে দুই ঘূর্ণিঝড়ের হানা। মোকাতে রেহাই পেয়েছিল পশ্চিমবঙ্গ। এবার কি টার্গেট বাংলা? ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় হতে পারে? সাইক্লোন দুটির নাম কী? বর্ষার আগেই বিপদের আশঙ্কা বাড়ছে। আবহবিদরা কী বলছেন জানুন। বর্ষার আগে বাংলার একাধিক জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। তার মধ্যেই আবার দুটো ঘূর্ণিঝড়ের শঙ্কা বাড়ছে।
মোকার পর আবারও চিন্তায় পড়তে চলেছে পশ্চিমবঙ্গ। শেষ ঘূর্ণিঝড়টি কান ঘেঁষে বেরিয়ে গেলেও। কয়েকদিনের মাথাতে ফের নতুন আশঙ্কা বাড়ছে। মোকার পর ধেয়ে আসবে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করেছে বাংলাদেশ। আর বিপর্যয়ের পরেই যে ঝড় আসবে তার নাম হবে তেজ। এই নাম ভারতের দেওয়া। ১০০ কিমি প্রতি ঘন্টা বেগে আগামী ঘূর্ণিঝড়টি তৈরি হলে কোথায় আছড়ে পড়বে?
এই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী ৩ জুন মায়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গনের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এরপর এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ৮ জুন সেটি পৌঁছবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড়ের লক্ষ্য হতে পারে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল। ঘূর্ণিঝড়টি কবে ভূভাগে প্রবেশ করবে সেই পূর্বাভাসের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। এই ঘূর্ণিঝড় নিয়ে এখনই কিছু বলা মুশকিল। কারণ ওই একই সময় আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। কোন ঝড়টি আগে তৈরি হচ্ছে তার ওপর তাদের শক্তি ও গতিপথ অনেকটা নির্ভর করছে। প্রাথমিক পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুসারে যে ঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে বিপর্যয়। অন্যটির নাম হবে তেজ। এমনটাই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে জানিয়েছে এক বেসরকারি আবহাওয়া সংস্থা।
বর্ষা কবে ঢুকছে বঙ্গে?
প্রচন্ড গরমে পুড়ছে বাংলা। ১ জুন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এরপর ২ জুন শুক্রবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের বেশকটি জেলায়। এদিকে ৩ জুন আরও বেশি সংখ্যক জেলায় পারদ স্বাভাবিকের থেকে পাঁচ ধাপ ওপরে চড়তে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় তৈরি হলে তার সঙ্গেই রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহবিদরা। পশ্চিমবঙ্গের হাওয়া অফিস ও ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর এখনই এ ব্যাপারে পূর্বাভাস দেননি।
সম্প্রতি ঘূর্ণিঝড় মোকা বাসা বেঁধেছিল বঙ্গোপসাগরে। তা সুপার সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। এবার একইসঙ্গে এক জোড়া ঘূর্ণিঝড় বাসা বাঁধতে চলেছে ভারতীয় উপকূল সংলগ্ন সাগরে। এক ঝড় যখন বঙ্গোপসাগরে বাসা বাঁধার সম্ভাবনা, তখন অন্য একটি ঝড় হানা দিতে পারে আরব সাগরে এখন কোন ঝড়টি আগে তৈরি হবে, তাদের শক্তি ও গতিপথ কী হবে তা নিশ্চিত নয়। ঘূর্ণিঝড়ের শক্তি ও গতিপথের উপর নির্ভর করবে কোন ঘূর্ণিঝড় আগে তৈরি হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম