।। প্রথম কলকাতা ।।
Home Made Lip Balm: এখনও পর্যন্ত বঙ্গে জাঁকিয়ে শীত পড়েনি। তবে বাতাসের শিরশিরানি ভাব যথেষ্ট ঠান্ডার অনুভূতি জোগাচ্ছে। আর এই শুষ্ক বাতাস আপনার ঠোঁটের আর্দ্রতা কেড়ে নিচ্ছে। ইতিমধ্যেই অনেকে ঠোঁট ফাটার সমস্যায় ভুগতে শুরু করেছেন। শীত বাড়লে এই সমস্যাটা আরও বাড়বে । সেক্ষেত্রে সমস্যার সমাধান বলতে লিপ বাম। কিন্তু বাজার চলতি লিপবামে কতটা কেমিক্যাল ব্যবহার করা হয় জানেন ? তার উপরে আপনার ফাটা ঠোঁটে সেই কেমিক্যালযুক্ত লিপ বাম ভালোর বদলে ক্ষতিটাই করবে বেশি।
তাই একমাত্র উপায় হল ন্যাচারাল লিপ বাম। কোথায় মিলবে এই ন্যাচারাল লিপ বাম? সেই ঠিকানা আপনার নিজের বাড়ি। বাজারের লিপ বামের থেকে নিজের হাতে তৈরি করা লিপ বাম কিন্তু অনেক বেশি উপকারী। আর এটি যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হবে তাই আপনার ঠোঁটে কোনরকম ক্ষতি হওয়ার আশঙ্কাই নেই। তবে প্রশ্ন উঠতেই পারে লিপ বাম তৈরি করতে কি আর সবাই পারেন ? অবশ্যই পারেন । তার জন্যই তো আজকের এই প্রতিবেদন।
বাড়িতে লিপ বাম তৈরির পদ্ধতি
* নারকেল তেল : শুধুমাত্র ভেসলিন আর নারকেল তেল দিয়েই একটা খুব সোজা লিপ বাম বানিয়ে নেওয়া যায়। তার জন্য সবার প্রথমে আপনাকে নিতে হবে এক চামচ ভেসলিন। সেটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন এক চামচ নারকেল তেল। এরপর দুটোকে ভালোভাবে মিশিয়ে ভরে ফেলুন কৌটোয়। ওই মিশ্রণটি রুম টেম্পারেচারে খানিকটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। মোটামুটি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলেই আপনার হোমমেড লিপ বাম তৈরি।
* জোজোবা ওয়েল ও নারকেল তেল : জোজোবা অয়েল ত্বকের জন্য খুব উপকারী। এবার এই তেল দিয়ে বানিয়ে ফেলুন লিপবাম। এক চামচ নারকেল তেল নিন। তার সঙ্গে কয়েক ফোটা জোজবা ওয়েল মিশিয়ে নিন। সেটাকে ছোট কনটেনারে ভরে ঢুকিয়ে রাখুন ফ্রিজে। আধঘন্টা পর জমে গেলেই তৈরি লিপ বাম ।
* অ্যালোভেরা ও নারকেল তেল : অ্যালোভেরা একটি এমন গাছ যা আপনার বাড়িতে থাকলে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। লিপবাম তৈরির কাজেও অ্যালোভেরা জেল ভীষণভাবে উপযোগী। এক চামচ নারকেল তেলের সঙ্গে অর্ধেক চামচ কারনুয়াবা ওয়াক্স মিশিয়ে গলিয়ে নিন। এরপর সেটি ঠান্ডা করে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। সম্পূর্ণ মিশ্রণটিকে কৌটায় ভরে ফেলুন এবং আধ ঘন্টার জন্য ঢুকিয়ে রাখুন ফ্রিজে।
ঘরোয়া উপাদানে বিভিন্ন ফ্লেভারের লিপবাম তৈরি
* বিটরুট লিপবাম : হাফ কাপ বিটরুট নিয়ে তার রস বের করে নিন। এরপর তাতে এক চামচ ঘি মিশিয়ে দিন। এই মিশ্রণটিকে ফ্রিজে ঢুকিয়ে দিন। জমিয়ে নেওয়ার জন্য এক ঘন্টা পর বের করলেই এটি ব্যবহারের জন্য তৈরি। ঠোঁটের কালো দাগ কিংবা কোনরকম ছোপ দূর করতে এই লিপবাম কিন্তু খুব উপযোগী।
* স্ট্রবেরি লিপ বাম : বাড়িতে যদি স্ট্রবেরি আনা থাকে তবে তার সাথে নারকেল তেল মিশিয়ে তৈরি করে নিতে পারবেন লিপ বাম। প্রথমে একটা স্ট্রবেরিকে ছোট ছোট করে কুচিয়ে নিন তাতে তিন চামচ নারকেল তেল দিন। এরপর একটা কনটেইনারে ভরে ফ্রিজে জমিয়ে নিন। তৈরি স্ট্রবেরি ফ্লেভার লিপ বাম।
* পমেগ্র্যানেট লিপ বাম : বেদানা তো প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই বেদানার রস খাওয়ার পাশাপাশি লিপবাম তৈরিতেও ভীষণভাবে কাজে লাগে। কতগুলি বেদানার দানা ছাড়িয়ে নিন । এরপর সেটি হাতে পিষে কিংবা ব্লেন্ড করে ছেঁকে রস বের করুন। ওই রসের মধ্যে পরিমাণ মতো নারকেল তেল মেশান। এবার সেই মিশ্রণটিকে একটি এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিন। তৈরি বেদানার লিপ বাম।
বেদানা, স্ট্রবেরি বিটরুট দিয়ে তৈরি লিপবামগুলি শুধুমাত্র ঠোঁটের জন্য নয় গালের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। সেটা ঠিক চিক টিন্টের মত কাজ করবে। আর এই ঘরোয়া উপাদানে তৈরি লিপবাম শুধুমাত্র শীত নয়, সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম