।। প্রথম কলকাতা ।।
চুলে নিত্যনতুন স্টাইল করতে কার না ভাল লাগে! কিন্তু স্টাইল করতে গিয়ে চুলের বারোটা বাজছে, সেটা খেয়াল রেখেছেন কি? হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, কার্লিং আয়রন ব্যবহারের ফলে চুলের অবস্থা বেহাল হয়ে যায়। ঘন ঘন তাপ প্রয়োগ করলে চুলের টেক্সচার নষ্ট হয়ে যায়। চুল আর্দ্রতা হারিয়ে ফেলে। এতে চুলে শুষ্কভাব বেড়ে যায়। পাশাপাশি বেড়ে যায় চুলে ফ্রিজিনেসের সমস্যা তৈরী হয় । চুল রুক্ষ শুষ্ক হয়ে ভেঙে পড়ার সম্ভাবনা বাড়ে । আর প্রতি মাসে স্পা করাও সম্ভব নয়। তাই চুলের যত্ন নিতে বাড়িতেই বানিয়ে ফেলুন হেয়ার মাস্ক। উইকেন্ডর দিকে এগুলি একবার এপ্লাই করলে চুল প্রাণ ফিরে পাবে, রুক্ষ শুষ্ক ভাব কমে গিয়ে ঝলমলে হবে আপনার চুল।
ক্ষতিগ্রস্ত চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে তেল ও শ্যাম্পুই যথেষ্ট নয়। চুলের বাড়তি যত্ন নিতে গেলে প্রতি মাসে হেয়ার স্পা করানো জরুরি। এটি চুলকে ডিপ কন্ডিশনিং করে এবং অতিরিক্ত আর্দ্রতা প্রদান করে।তবে এটি সবার দ্বারা প্রতিমাসে করাও সম্ভব নয়। এক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। প্রতি সপ্তাহে হেয়ার মাস্ক ব্যবহারের ফলে চুলে আর্দ্রভাব বজায় থাকবে এবং চুলের ক্ষয় অনেকাংশে প্রতিরোধ করা যাবে। বাজারে বিভিন্ন হেয়ার মাস্ক পাওয়া যায়, যা চুলকে ডিপ-কন্ডিশনিং করে। তবে, আপনি বাড়িতেওই হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারেন। যা চুলের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করবে।কিভাবে বানাবেন মাস্ক গুলি?
একটি পাত্রে একটা ডিম ও ১/৪ কাপ দই মিশিয়ে নিন। এই হেয়ার মাস্ক চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক ক্ষতিগ্রস্ত চুলের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করবে।
৪ চামচ নারকেল তেলের সঙ্গে ২ চামচ মধু মিশিয়েও হেয়ার মাস্ক বানাতে পারেন।এটি চুলে ভাল করে লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। তাপের কারণে চুল শুষ্ক হয়ে গেলে, এই হেয়ার মাস্ক আপনার চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনবে।
টক দই এবং মধু এই দুই উপকরণ মিশিয়েও বাড়িতে খুব সহজে হেয়ার মাস্ক তৈরি করে নেওয়া যায়। হাফ কাপ টক দইয়ের মধ্যে দু’চামচ মধু মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন মিনিট ২০। তারপর ভালভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে নেওয়া প্রয়োজন। মাথার তালুতে এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা জেল এবং টক দই দিয়ে বানানো হেয়ার মাস্কও ভীষণ উপকারী। চার চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন হাফ কাপ টক দই। এই মিশ্রণ ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখা প্রয়োজন। এরপর শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিন। স্ক্যাল্পেও এই হেয়ার মাক্স ব্যবহার করা যাবে।
আরো একটি হেয়ার মাস্কের টিপস আপনাদের জানিয়ে রাখি। এক কাপ টক দইয়ের মধ্যে মিশিয়ে নিন দু’চামচ পাতিলেবুর রস। এবার এই মিশ্রণ ভাল করে চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৪০ থেকে ৪৫ মিনিট পরে মাথায় শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
এই টিপস গুলি মেনে হেয়ার মাস্ক তৈরি করে, প্রতি সপ্তাহে যদি একদিন করে ব্যবহার করেন, তাহলে দারুন ফল পাবেন। চুলের স্টাইল করাই আর থাকবে না কোন ভয়। আপনার চুল হবে কোমল, মসৃণ আর ঝলমলে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম