।। প্রথম কলকাতা ।।
বছরের শেষ লগ্নে নতুন একটি ফিচার নিয়ে আসার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সম্পূর্ণ প্ল্যাটফর্ম স্বচ্ছ রাখতে এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটির নিরাপত্তা রক্ষায় এবার স্ট্যাটাস সেকশনে রিপোর্ট (Report) অপশন আনতে চলেছে এই মেসেজিং অ্যাপ। প্রাথমিক পর্যায়ে ডেস্কটপ বিটা ভার্সনে এই ফিচার রোল আউট করা হবে। তারপর সমস্ত ডিভাইজে এই রিপোর্ট অপশন চালু করা হবে বলে জানা গিয়েছে।
মূলত, নতুন অপশনটি পরিষেবা শর্তাবলী লঙ্ঘনকারী স্ট্যাটাস আপডেটগুলিকে রিপোর্ট করার একটি ন্যায্য সুযোগ প্রদান করবে ইউজারদের। স্ট্যাটাস সেকশনে একটি নতুন মেনু যুক্ত হবে। যে কোনও প্রকার সন্দেজনক স্ট্যাটাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন ইউজাররা। সংস্থার মডারেশন টিম উক্ত অভিযোগটি গ্রহণ করে নিশ্চিত করবে সেটি প্লাটফর্মের শর্তাবলী লঙ্ঘন করছে কিনা।
আরও পড়ুন : FASTag Rules: গাড়ি বিক্রির আগে এই ফাস্ট্যাগ নিয়ম জেনে রাখুন, নাহলে মহা ফ্যাসাদে পড়বেন
এর পাশাপাশি আরও বলা হয়েছে, এই ফিচারের হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। যা সাধারণত ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও পাওয়া যায়। অনেকের আবার অভিমত, এই ফিচারের ফলে যে সব ইউজারদের ঘনঘন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপলোড করার অভ্যাস রয়েছে তারা এ ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
কিন্তু হোয়াটসঅ্যাপ যেমনটি জানিয়েছে যে উক্ত অভিযোগ গ্রহণ করলেও সেটি খতিয়ে দেখবে তাদের মডারেশন টিম। তারপর সেই অনুসারে পদক্ষেপ নেওয়া হবে। কারও স্ট্যাটাস যদি শর্তাবলী লঙ্ঘন না করে তাহলে তার বিরুদ্ধে কোনোরূপ পদক্ষেপ নেওয়া হবে না।
খেয়াল করার বিষয়, এই ফিচারটি এখনও চালু হয়নি। পরীক্ষামূলক স্তরে রয়েছে আসন্ন বৈশিষ্ট্যটি। সর্বপ্রথম ডেস্কটপ বিটা ভার্সনে এটি চালু করা হবে। তারপর বাকি ইউজারদের কাছে পৌঁছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রিপোর্ট ফিচার।