।। প্রথম কলকাতা ।।
Suvendu Adhikari: নজরে লোকসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গকে টার্গেট করতে মরিয়া বিজেপি-তৃণমূল যুযুধান দু পক্ষই। নির্বাচনের ফলাফল যায় হোক না কেন, চেষ্টায় কোনো খামতি রাখতে চায় না দু-দলই। উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা বিজেপি পরিষদীয় দলের তরফে শুভেন্দু অধিকারীর কাছে উত্তরবঙ্গে গিয়ে সভা করার আবেদন জানান। সেই আবেদনে সারা দিয়েছেন বিরোধী দলনেতা। নিজের রাজনৈতিক কর্মসূচি দেখে দু’দিন সময়ও বরাদ্দ করেছেন শুভেন্দু। ঠিক ছিল, শিলিগুড়ি শহরে আগামী ১২ ডিসেম্বর একটি প্রকাশ্য জনসভা করবেন তিনি। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় বিজেপি নেতা-কর্মী এবং বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ইন্ডোরে সভা করার পরিকল্পনা করেছেন। পাশাপাশি আলিপুরদুয়ার লোকসভার অধীনে থাকা বিধানসভা কেন্দ্রগুলির বিধায়করাও নিজেদের কেন্দ্রে গিয়ে সভা করার আবেদন জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁদের আবেদনে সাড়া দিয়ে ১৬ ডিসেম্বর আলিপুরদুয়ারে জোড়া সভা করতে যাবেন বিরোধী দলনেতা। ওই দিন প্রথমে নাগরাকাটা এবং কুমারগ্রামে সভা করবেন তিনি।
উল্লেখ্য, আপাতত উত্তরবঙ্গ সফরে গিয়ে ওখানেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্প ও কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২০১৯ এর ব্যর্থতা কাটিয়ে আরও ভাল ফল করতে চায় শাসক দল। উত্তরবঙ্গই এবার টার্গেট খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে বিভিন্ন কর্মসূচির জন্য সাত দিনের সফরে গিয়েছেন মমতা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম