।। প্রথম কলকাতা ।।
School dropout in kolkata: কলকাতায় স্কুলছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা জানতে সমীক্ষা চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করছেন সমীক্ষকরা। তবে রাজ্য সমগ্র শিক্ষা মিশনকে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা পৌর নিগম। ইটিভি ভারতে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।
আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলবে। এই সমীক্ষায় যাতে শহরের সব সব অংশে সমান ভাবে করা যায় সেই বিষয়ে পৌরনিগমের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সমগ্র শিক্ষা মিশনের কর্তারা। তাদের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য তারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চিঠি দিয়েছিলেন। চিঠিতে বলা হয়েছিল, কলকাতার চাইল্ড রেজিস্টার তৈরি এবং পরিমার্জনের উদ্দেশ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই সমীক্ষায় সহশিক্ষক ,পার্শ্বশিক্ষক শিক্ষা বন্ধু এবং স্পেশাল এডুকেটারদের নিযুক্ত করা হয়েছে। তারা বাড়ি বাড়ি ঘুরে ১৮বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের নথিভুক্ত ও শিশু কিশোরদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন।
করোনার ফলে গত দু’বছর বন্ধ ছিল স্কুল। পরবর্তী সময়ে উঁচু ক্লাস চালু হলেও একদম শিশুদের হয়নি। তারপর যখন স্কুল চালু হয় তখন বহু শিশু পড়া থেকে বিমুখ হয়ে যায়। প্রতিবছর স্কুল ছুটদের সংখ্যা তৈরি করা হয়। তাদের চিহ্নিত করে স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। তবে কলকাতার বহু অংশে বাসিন্দাদের সাহায্য পাওয়া যাচ্ছে না বলে সমীক্ষকরা জানাচ্ছেন। তাই সমীক্ষকরা এই বিষয়ে কলকাতা পুরো নিগমের সাহায্য চাইছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম