।। প্রথম কলকাতা ।।
নরেন্দ্র মোদি, হঠাৎ কেন ফ্রান্স থেকে ফোন করলেন শাহকে? কী কথা হলো দুজনের মধ্যে? অচল দিল্লি নাকি অন্য ইস্যু। পরিস্থিতি কী আউট অফ কন্ট্রোল? অন্য দেশে বসেও নিজের দেশ নিয়ে গভীর চিন্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যমুনার জল লালকেল্লায়, কবে স্বাভাবিক হবে দিল্লি? আসরে নেমেছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। নরক যন্ত্রনা থেকে বাঁচাতে প্যারিসে বসেও দিল্লি নিয়ে বিশেষ প্ল্যান মোদীর। কেউ বলবে? এটা রাজধানী দিল্লি।
ভয়াবহ বৃষ্টিতে বানভাসি অবস্থা রাজধানীর। জনজীবন বিপর্যস্ত। যানচলাচল ব্যাহত। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন ফ্রান্সে। কিন্তু, তাতে কী? দিল্লির বন্যা পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফ্রান্স থেকেই যোগাযোগ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে। ফ্রান্স থেকে ফোন করে কথাও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। দিল্লির খোঁজ নিয়েছেন। শাহর কাছ থেকে দিল্লির পরিস্থিতি ডিটেইলে জেনেছেন। অমিত শাহ আশ্বাসও দিয়েছেন, শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীকে। না, শুধু আশ্বাস দিয়েই বসে থাকেননি। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতির উপর নিজেরা নজর রাখছেন। আসরে নেমেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উদ্ধার ও ত্রাণের কাজ পরিচালনা সহ ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মানে এনডিআরএফ-এর ১২ টি দল মোতায়েন করা হয়েছে।
নৌকা, দড়ি এবং অন্যান্য সাজ সরঞ্জাম রয়েছে তাদের কাছে। ২০,০০০-এরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে শতাব্দীর সবচেয়ে ভয়ংকর বন্যা পরিস্থিতিতে দিল্লি। আর ঠিক এই সময় ফের একবার। প্রধানমন্ত্রীর মানবিক রুপ দেখলো ১৪২ কোটি ভারতীয়। স্কুল, কলেজ, অফিস, শ্মশান বন্ধ দিল্লিতে। বন্ধ করে দিতে হয়েছে তিনটি জল শোধনাগার। লাল কেল্লার কাছে অধিকাংশ এলাকা জলের নীচে। ঐতিহাসিক লাল কেল্লার দেওয়ালেও পৌঁছেছে বন্যার জল। আপাতত লাল কেল্লার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।দিল্লির বন্যার প্রভাব পড়েছে গোটা উত্তর রেলওয়ের ট্রেন চলাচলেও। সব মিলিয়ে, দিল্লি আপাতত বেশিই সেনসিটিভ ইস্যু মোদী শাহের কাছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম