।। প্রথম কলকাতা ।।
Ranu Mondal: রানাঘাট স্টেশনে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। ছেঁড়া পোশাক,খাবার নেই কিন্তু গলায় সুর সেই ভিডিও ছড়িয়ে পড়তে হতে বেশি সময় লাগেনি। রানাঘাট থেকে রানু চলে যান মুম্বইয়ে। রাতারাতি জীবনটা পাল্টে গিয়েছিল। সেই ঘোর কেটে যায় বেশ কয়েকমাস পরেই ভাইরাল রানু মণ্ডলের এখন উপার্জন কত জানেন? জানেন দিনে কত টাকা রোজগার করেন ভাইরাল গায়িকা? কীভাবে দিন চলে এককালের বিখ্যাত রানু মণ্ডলের? সবদিন কারও সমান যায় না। এই কথাটা বোধ হয় সব থেকে বেশি খাটে রাণাঘাটের রানু মণ্ডলের জন্য। জীবন তাঁকে নিয়ে যেন ছিনিমিনি খেলেছে বারবার। জীবন তাঁকে সব কিছু দিয়েও কেড়ে নিয়েছে। রাণাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গাইতেন রানু। হঠাৎ একদিন ভাগ্যের ভোলবদল।
সুরকার হিমেশ রেশমিয়ার সুরে গান গাওয়ার প্রস্তাব পান রানু। মুম্বইতে গিয়ে তারকাদের লাইফস্টাইলও পেয়েছিলেন কদিনের জন্য। হিমেশের সঙ্গে রানুর তেরি মেরি কয়েক মাস খুব চলেছিল নেট মাধ্যমে। রমরমা বেড়েছিল রানুর। তারপর এক সময় ফিকে হতে শুরু করে তাঁর খ্যাতি। সেই গান বেশিদিন টিকল না। সবই যেন হয়ে গেল আগের মতো আবার। হয়তো আগের থেকে খারাপ পরিস্থিতিতে এখন রানু মণ্ডল। কীভাবে চলে রানুর জীবন? কত টাকা রোজগার?
আসছে রানু মণ্ডলের বায়োপিক। জীবনে আসা নানা ওঠা-পড়া, সেগুলো কাটিয়ে ওঠা, কেন তিনি রানাঘাট স্টেশনে আশ্রয় নিয়েছিলেন। সবটা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। হৃষিকেশ মণ্ডলের পরিচালনায় আসছে এক প্যায়ার কা নগমা হ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সেক্রেড গেমসের ঈশিকা দে। প্রথমে শোনা গিয়েছিল ছবির নাম হবে মিস রানু মারিয়া, তবে তা পালটে নাম রাখা হয়েছে এক প্যায়ার কা নগমা হ্যায়। যার শ্যুটিং আপাতত শেষ এই সিনেমার জন্য নাকি ৫০ হাজার টাকা পেয়েছেন রানু নিজে।
উপার্জন সেই অর্থে আর হয় না। রাণু মণ্ডল এখন প্রচার থেকে অনেক দূরে। নিজের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। খাবার কোনওদিন জোটে, কোনওদিন জোটে না। আর্থিক পরিস্থিতি যেন আরও খারাপ। কিছু কিছু ইউটিউবার খাবার এনে দেয় রানুকে। সেটাই খান তিনি। মাঝে মাঝে আবার ইউটিউবারদের দেখলে তেড়েও আসেন। এবার বায়োপিক আসছে। ফের কী প্রচারের আলোয় আসবেন রানু মণ্ডল?তা তো সময়ই বলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম